নিরাপত্তা ইস্যুতে দেশের মাটিতে ক্রিকেট বা ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারে না আফগানিস্তান। ফলে বিশ্বের বিভিন্ন দেশের মাঠকে 'হোম ভেন্যু' হিসেবে ব্যবহার করে থাকে তারা। তারই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ হতে যাচ্ছে আফগানিস্তানের হোম ভেন্যু।
আফগানিস্তানের অনুরোধে সাড়া দিয়ে প্রথমবারের মতো নিরপেক্ষ ভেন্যু হিসেবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তান বনাম মিয়ানমার ম্যাচটি বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটি ঢাকায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। তবে ম্যাচটি কোন মাঠে হবে তা সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
একই দিনে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফলে এই মাঠে আফগানিস্তান-মিয়ানমার ম্যাচ আয়োজ়নের সুযোগ নেই। বিসিবির সূত্র অনুযায়ী, ম্যাচটি বসুন্ধরা কিংস অ্যারেনায় হতে পারে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় অবশ্য নিয়মিতই আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকে। বাংলাদেশের পুরুষ ও নারী জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের আন্তর্জাতিক ম্যাচ এ মাঠে হয়েছে। হয়েছে এএফসি পর্যায়ের ক্লাব প্রতিযোগিতার খেলাও। অতীতে কিংস অ্যারেনায় খেলে গেছে আফগানিস্তান জাতীয় দলও।
এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলছে আফগানিস্তান। সিরিয়ার বিপক্ষে তাদের হোম ম্যাচটি হয়েছিল সৌদি আরবে। সবশেষ গত ১৪ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে তাদের হোম ম্যাচটি কুয়েতের আলী আল-সালেম আল সাবাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে দুই দল ১-১ গোলে ড্র করে।
এসএস/এসএন