পুতিনের সাথে বৈঠক বাতিল, ট্রাম্প বললেন অযথা ‘সময় নষ্ট করতে চান না’

ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈঠক স্থগিত হওয়ার পর ট্রাম্প বলেছেন, তিনি ‘অকার্যকর বৈঠক’ চান না।

বুধবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

মঙ্গলবার হোয়াইট হাউসে দেয়া এক বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে, বর্তমান ফ্রন্ট লাইনে মস্কোর যুদ্ধ বন্ধে অস্বীকৃতিই মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।

এর আগে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, শিগগিরই ট্রাম্প-পুতিনের বৈঠকের কোন পরিকল্পনা নেই।

অথচ বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, পুতিনের সাথে দুই সপ্তাহের মধ্যে বুদাপেস্টে আলোচনায় বসবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়, এই সপ্তাহে শান্তির জন্য যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার প্রস্তাবের মধ্যে মূল পার্থক্যগুলো ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে, যা শীর্ষ সম্মেলনের সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে।

ট্রাম্প এবং পুতিন সর্বশেষ আগস্ট মাসে আলাস্কায় একটি শীর্ষ সম্মেলনের সময় দেখা করেছিলেন, যার কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি।

হয়ত এবারের ট্রাম্প-পুতিন বৈঠকেও কোনো ফলাফল আসবে না- আশঙ্কা থেকেই তা স্থগিত করা হতে পারে।

একজন জ্যেষ্ঠ ইউরোপীয় কূটনীতিক রয়টার্সকে বলেছেন, ‘আমার মনে হয় রাশিয়ানরা খুব বেশি কিছু চেয়েছিল এবং আমেরিকানদের কাছে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে বুদাপেস্টে ট্রাম্পের জন্য কোনো চুক্তি হবে না।’

এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে একটি প্রস্তুতিমূলক বৈঠক এই সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল - কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে, দুজনের মধ্যে ফোনে ভালোভাবে আলোচনা হয়েছে সুতরাং বৈঠকের আর কোনো প্রয়োজন নেই।

সোমবার, ট্রাম্প কিয়েভ এবং ইউরোপীয় নেতাদের সমর্থিত একটি যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছেন যাতে বর্তমান ফ্রন্ট লাইনে সংঘাত স্থগিত করা যায়।

ট্রাম্প জানান, ‘আমি বলেছি এই অবস্থাতেই যুদ্ধ বন্ধ করুন। এখনই থামুন। বাড়ি যান। লড়াই বন্ধ করুন, মানুষ হত্যা বন্ধ করুন।’

এদিকে, মঙ্গলবার সের্গেই ল্যাভরভ বলেন, মস্কো কেবল দীর্ঘমেয়াদী, টেকসই শান্তি-তে আগ্রহী, তিনি ইঙ্গিত দেন যে ফ্রন্ট লাইন স্থগিত করা কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতির সমান হবে।
লাভরভ বলেন, সংঘাতের মূল কারণগুলো সমাধান করা দরকার, যার মধ্যে রয়েছে ডনবাসের উপর রাশিয়ার পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি এবং ইউক্রেনের নিরস্ত্রীকরণ।

অন্যদিকে, মঙ্গলবার সকালে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে একটি বিবৃতি প্রকাশ করে বলেছেন, ইউক্রেনের যুদ্ধের অবসানের বিষয়ে যেকোনো আলোচনা বর্তমান ফ্রন্ট লাইন বন্ধ করার মাধ্যমে শুরু হওয়া উচিত এবং রাশিয়াকে শান্তির বিষয়ে ‘সিরিয়াস’ না হওয়ার অভিযোগও তোলা হয়। 

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
শিশুদের নিয়ে আছে আলাদা পরিকল্পনা, গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা : তারেক রহমান Jan 24, 2026
img
৪০ কোটির প্রস্তাব মুখের ওপর ফিরিয়ে দেন সুনীল শেঠি Jan 24, 2026
img
SIR-এর নোটিস পেলেন মিমি চক্রবর্তী Jan 24, 2026
img

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্তব্য

আফগানিস্তানে ন্যাটো সেনাদের নিয়ে ট্রাম্পের বক্তব্য ‘অপমানজনক’ Jan 24, 2026
আসহাবে কাহাফ এর ঘটনা | ইসলামিক জ্ঞান Jan 24, 2026
মধ্যপ্রাচ্যে সেনা পুনর্বিন্যাস করছে যুক্তরাষ্ট্র? লক্ষ্য কি ইরান? Jan 24, 2026
আজ চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন তারেক রহমান Jan 24, 2026
রাজশাহী-২ আসনে নির্বাচন নিয়ে মানুষের ভাবনা Jan 24, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী Jan 24, 2026
img
পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে রানীকে সিনেমায় আনেন মা Jan 24, 2026
img
জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা, হামলার অভিযোগ Jan 24, 2026
img
কিশোরগঞ্জে পিকআপ উল্টে নিহত ২, আহত ১০ Jan 24, 2026
img
মঞ্চের বন্ধুত্ব থেকে বিয়ে, সাতপাকে বাঁধা পড়লেন অভিনেতা বিশ্বাবসু ও ঐশিকী Jan 24, 2026
img
থাইল্যান্ড ভ্রমণে স্টানিং লুকে ধরা দিলেন অভিনেত্রী ভাবনা Jan 24, 2026
img
ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা, জামায়াতের বিক্ষোভ Jan 24, 2026
img
এসআইআর তলবে ‘বিব্রত’ অভিনেত্রী মানালি Jan 24, 2026
আমরা আগে থেকেই চ্যাম্পিয়ন জার্সি তৈরি করে রেখেছিলাম : ফারাবী হাফিজ Jan 24, 2026
img
দাঁড়িপাল্লায় যারা ভোট চাচ্ছে, তারা স্বাধীনতার বিপক্ষে ছিল: মির্জা ফখরুল Jan 24, 2026
img
পরিচালকের সঙ্গে প্রেম, নাম জড়ায় সঞ্জয় দত্তের সঙ্গেও! বলিপাড়া থেকে কেন হঠাৎ ‘উধাও’ হয়ে যান নায়িকা? Jan 24, 2026
img
বিএনপিতে যোগদানের পর আওয়ামী লীগ নেতার বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট Jan 24, 2026