চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা প্যাসিফিক জিনসের ৭ কারখানা খোলার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে গত ১৬ অক্টোবর থেকে কারখানার সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। বর্তমানে সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার থেকে কারখানা পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। শ্রমিকদের যথা সময়ে কারখানাতে উপস্থিত থাকতে বলেছেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।
উল্লেখ্য, শ্রমিকদের দুই পক্ষের মারামারির জেরে গত বুধবার রাতে সাত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।
এসএস/টিএ