অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনার আবেদন করবে মুসলিম পার্সোনাল ল বোর্ড

অযোধ্যা মামলার রায় পুনর্বিবেচনা করতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন জানানো হবে বলে জানিয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। আগামী এক মাসের মধ্যেই রায় পুনর্বিবেচনার আর্জি দাখিল করা হবে। রোববার এক বৈঠকের পর তারা এ কথা জানায়।

আনন্দবাজার জানায়, চলতি মাসে অযোধ্যা মামলার রায়ে বিতর্কিত ২.৭৭ একর জমিতে রামমন্দির নির্মাণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মসজিদ জন্য তৈরির সুন্নি ওয়াকফ বোর্ডকে অন্যত্র ৫ একর জমির ব্যবস্থা করে দিতে বলা হয় সরকারকে।

বৈঠকের পর সংগঠনের তরফে বিবৃতিতে বলা হয়, 'মসজিদের বিনিময়ে কোনো জমি গ্রহণ করব না আমরা। মামলাকারীদের অধিকাংশই রায় পুনর্বিবেচনার আবেদন জানাতে চান।'

 

টাইমস/এসআই

Share this news on: