বামপন্থী স্বাধীন প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার পথে বলে ধারণা করা হচ্ছে। একাধিক দলের সমর্থন পাওয়া কনোলি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিন ইস্যুতে সোচ্চার। আল-জাজিরা জানিয়েছে, আয়ারল্যান্ডের জনগণের বৃহৎ অংশের মনোভাবের সঙ্গে যা সঙ্গতিপূর্ণ।
ইসরায়েলের গাজায় যুদ্ধ নিয়ে কনোলি বলেন, ‘ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। গণহত্যাকে স্বাভাবিক করা ফিলিস্তিনি জনগণের জন্য যেমন বিপর্যয়কর, মানবজাতির জন্যও তেমনই।
ইতিহাস ৭ অক্টোবর থেকে শুরু হয়নি। আমি জীবিত থাকা পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশে থাকব।’
হামাস প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পক্ষে হামাসের ভবিষ্যৎ ভূমিকা নির্ধারণের কোনো এখতিয়ার নেই।
বিবিসি ও দ্য আইরিশ টাইমস-এর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি এমন এক দেশ থেকে এসেছি যার উপনিবেশবাদের ইতিহাস আছে। কোনো সার্বভৌম জাতিকে বলে দিতে আমি খুব সতর্ক থাকব, তারা কীভাবে তাদের দেশ চালাবে। ফিলিস্তিনিদের নিজেদের গণতান্ত্রিকভাবে ঠিক করতে হবে, তারা কাকে নেতৃত্ব দিতে চান।”
তিনি আরও অভিযোগ করেছেন, গাজায় ইসরায়েলের গণহত্যায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রত্যক্ষভাবে সহায়তা করছে।
এমকে/টিকে