৩০০ ফিটে দৌড় প্রতিযোগিতার নামে ২২ লক্ষ টাকা হাতিয়ে উধাও ‘উড়াও বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য একটি ‘রানিং ইভেন্ট’-এর নামে সংঘবদ্ধ প্রতারক চক্র হাতিয়ে নিয়েছে প্রায় ২২ লক্ষ টাকা। ‘উড়াও বাংলাদেশ’ নামের প্রতিষ্ঠানটি দৌড় প্রতিযোগিতা আয়োজনের আশ্বাস দিয়ে প্রায় দুই হাজার অংশগ্রহণকারীর কাছ থেকে জনপ্রতি ১২০০ টাকা রেজিস্ট্রেশন ফি সংগ্রহ করে হঠাৎ উধাও হয়ে গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ২৪ আগস্ট তারিখে ‘Run for Nation 2025’ শিরোনামে ইভেন্টটি আয়োজনের ঘোষণা দেয় প্রতারকরা। ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে তারা রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের ফিটনেসপ্রেমী ও দৌড় প্রতিযোগীদের আকৃষ্ট করে। প্রচারণায় বলা হয়েছিল, ইভেন্টে অংশগ্রহণকারীদের জন্য থাকবে মেডেল, টি-শার্ট, রিফ্রেশমেন্ট, সার্টিফিকেট ও প্রাইজমানি।

প্রচার চলাকালীন সময়ে প্রতিষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় পোস্টার, ভিডিও টিজার ও কাউন্টডাউন ক্যাম্পেইন চালায়। অনেকেই বিশ্বাসযোগ্যতা দেখে অনলাইনে বিকাশ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করেন।

কিন্তু ইভেন্টের মাত্র চার দিন আগে, প্রতিষ্ঠানটির ওয়েবসাইট, ফেসবুক পেজ ও যোগাযোগ নম্বর একযোগে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই আয়োজকদের আর কোনো খোঁজ মেলেনি।

এ এম আইয়ুব নামে ভুক্তভোগী এক প্রতিযোগী জানান,
“আমরা একসাথে রানিং ইভেন্টে অংশগ্রহণ করি। সবাই মিলে রেজিস্ট্রেশন করেছিলাম। এখন দেখি পেজ নেই, ফোন বন্ধ, অফিসের ঠিকানাও ভুয়া। আমরা প্রতারিত।”

আবুল হাসনাত কবির নামে আরেক প্রতিযোগী এই প্রতিবেদককে বলেন,
“ওরা খুব প্রফেশনালি কাজ করেছে। রেজিস্ট্রেশন কনফার্মেশন ইমেইল, ইভেন্ট আইডি—সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছিল।”


পুলিশের তদন্ত শুরু

প্রতারিত অংশগ্রহণকারীরা শনিবার রাতে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১৬৫০) দায়ের করেন।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। 
তিনি আরও জানান, “এটি সংগঠিত প্রতারণার ঘটনা হতে পারে। আমরা শিগগিরই মূল হোতাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেব।”

পূর্বেও এমন প্রতারণা!

পুলিশের একাধিক সূত্র বলছে, ‘উড়াও বাংলাদেশ’ নামে এই সংগঠনটি এর আগে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে অনুরূপ ‘স্পোর্টস ইভেন্ট’ আয়োজনের বিজ্ঞাপন দিয়েছিল। তবে সেসব ক্ষেত্রেও কোনো ইভেন্ট অনুষ্ঠিত হয়নি, আর অংশগ্রহণকারীদের রেজিস্ট্রেশন ফির কোনো রিফান্ডও পাওয়া যায়নি।

সাইবার ক্রাইম ইউনিটের কর্মকর্তারা মনে করছেন, প্রতারকরা নতুন নতুন ব্র্যান্ড ও পেজ খুলে একই কৌশলে মানুষকে ফাঁদে ফেলছে।

অনলাইন ইভেন্টে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

এই ঘটনার পর অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে পরিচালিত বিভিন্ন স্পোর্টস ও সামাজিক ইভেন্টের স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ মো. তানভীর আহমেদ বলেন,

“যে কোনো ইভেন্টে অংশ নেওয়ার আগে আয়োজকের ট্রেড লাইসেন্স, অফিস ঠিকানা, পূর্বের ইভেন্ট রেকর্ড ও পেমেন্ট গেটওয়ের বৈধতা যাচাই করা উচিত। এসব না করলে প্রতারিত হওয়ার ঝুঁকি থেকেই যায়।”

ভুক্তভোগীদের দাবি ও প্রশাসনের প্রতি আহ্বান

প্রতারিত অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে অর্থ উদ্ধারের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
তাদের বক্তব্য, “এই ধরনের ঘটনা শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, মানসিকভাবেও বিপর্যস্ত করে দেয়। কেউ যেন ভবিষ্যতে এভাবে প্রতারিত না হয়, তার জন্য কঠোর আইন প্রয়োগ জরুরি"

‘উড়াও বাংলাদেশ’-এর এ প্রতারণা শুধু এক ইভেন্ট নয়, বরং বিশ্বাসের ওপর আঘাত। রাজধানীতে যখন প্রতিদিন নতুন নতুন ইভেন্ট ও সামাজিক উদ্যোগের প্রচলন বাড়ছে, তখন এমন প্রতারণা শুধু সাধারণ মানুষকেই নয়, পুরো ইভেন্ট ইন্ডাস্ট্রির বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নের মুখে ফেলছে।


ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বই নিয়ে আবেগপ্রবণ পোস্ট করলেন অভিনেতা জীতু কমল Jan 29, 2026
img
ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানালেন আমিনুল হক Jan 29, 2026
img
বর্ণাঢ্য আয়োজনে ‘গ্যালাক্সি বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অ্যাওয়ার্ড Jan 29, 2026
img
আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করল ইইউ Jan 29, 2026
img
মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি : তারেক রহমান Jan 29, 2026
img
৫০০ কোটি না হলে বর্ডার ২ দেখব না: সুনীল শেঠি Jan 29, 2026
img
আগামীকাল এনসিপির ইশতেহার ঘোষণা Jan 29, 2026
img
ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে চায় রাশিয়া Jan 29, 2026
img

নিপা ভাইরাস

বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া যাত্রীদের পরীক্ষা করবে মালয়েশিয়া Jan 29, 2026
img
বিশ্বের বৃহত্তম আকাশচুম্বী ভবন ‘মুকাআব’ নির্মাণ প্রকল্প স্থগিত করল সৌদি আরব Jan 29, 2026
img
৩ ফরম্যাটেই নতুন অধিনায়কের নাম ঘোষণা অস্ট্রেলিয়ার Jan 29, 2026
img
লরিতে করে ফ্রান্সে যাওয়ার চেষ্টা, ২৩ বাংলাদেশি উদ্ধার Jan 29, 2026
img
চাঁদপুরে বিএনপি-ইসলামী আন্দোলনের দুই প্রার্থীকে শোকজ Jan 29, 2026
img

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা

সেরা নায়ক আফরান নিশো, সেরা নায়িকা পুতুল Jan 29, 2026
img
জামায়াত নেতৃত্ব হাতে নিয়ে আমাদের ব‍্যবহার করতে চেয়েছিল: রেজাউল করীম Jan 29, 2026
img
নির্বাচনের আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে : প্রেস সচিব Jan 29, 2026
img
পারমাণবিক চুক্তি প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার অপেক্ষায় রাশিয়া Jan 29, 2026
img
টাবু নিজ থেকে চাইছে আমার ১০০ তম সিনেমার অংশ হতে: নাগার্জুনা Jan 29, 2026
img
নেতানিয়াহুর ফোনের ক্যামেরা কেন টেপে ঢাকা, নিরাপত্তা নাকি অন্য কারণ? Jan 29, 2026
img
২৬৫০ দিনের খরা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাকিস্তানের Jan 29, 2026