ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন ডাকসুর সদস্য সর্ব মিত্র চাকমা। শনিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।
সর্বমিত্র তার পোস্টে বলেন, যে সকল বাম শিক্ষার্থী আজ হকারদের উস্কে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তাদের শোকজ করতে হবে। প্রক্টর অফিস ঘেরাও হবে, চলে আসুন।
প্রসঙ্গত, গত চারদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় উচ্ছেদ করা হয়েছে ভাসমান বিক্রেতা ও ভবঘুরেদের। আজ শনিবার ভাসমান বিক্রেতাদের নিয়ে মিছিল করেছে কয়েকটি বাম ছাত্র সংগঠন। এর প্রতিবাদে আজ রাতে প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ইউটি/টিএ