যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন নুসরাত ফারিয়া। ফটোশুট তো করছেনই। ২৩ অক্টোবর ‘ফিটব্যাক রিসেট’-এর তিন বছর পূর্তি অনুষ্ঠানে হয়েছিলেন প্রধান অতিথি। এর মধ্যেই জানালেন নতুন ছবির কথা।
ছবির নাম বা পরিচালকের নাম এখনই জানাতে চান না। তবে নিজেকে এখন প্রস্তুত করছেন ছবিটির জন্য। প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘ডার্ক থ্রিলার ঘরানার ছবি এটি।
ফারিয়াসহ বেশ কয়েকজন শিল্পীকে চূড়ান্ত করেছি। শিগগিরই শুটিং শুরু হবে, তার আগেই আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
এসএস/টিকে