স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের সাম্প্রতিক নিম্নগতি বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে এবার ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমেছে।
শনিবার (২৬ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর এক সভায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন দর নির্ধারণ করা হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ অক্টোবর সোমবার থেকে সারা দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম কার্যকর হবে।
নতুন মূল্যহার (প্রতি ভরি)
স্বর্ণের দাম (ক্যাডমিয়ামসহ):
২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ২,০৭,৯৬৮ টাকা
২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৯৮,৪৪৩ টাকা
১৮ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণ: ১,৭০,১৮১ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪১,৪৫৫ টাকা
রৌপ্যের দাম (ক্যাডমিয়ামসহ):
২২ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৫,৪৬৮ টাকা
২১ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৫৩৯ টাকা
১৮ ক্যারেট হলমার্ককৃত রূপা: ৪,৪৬৮ টাকা
সনাতন পদ্ধতির রূপা: ৩,৩৬৬ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে উল্লিখিত স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্য কার্যকর থাকবে।
তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে।
গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
টিজে/টিএ