ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় এই মামলা করেছে। এদিন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির ঘটনায় সাবেক মহাপরিচালক রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক নাঈমুল ইসলাম খান। গণঅভ্যুত্থানের সময় বিগত সরকারের পক্ষে গণমাধ্যমে তিনি ছিলেন অন্যতম সক্রিয় মুখ।
পটপরিবর্তনের পর তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক। জারি করা হয় সম্পদ বিবরণীর নোটিশ। আত্মগোপনে থাকায় সম্পদ হিসাব দাখিল না করায় নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে মামলা করেছে দুদক।
একইসঙ্গে তার অবৈধ সম্পদের অনুসন্ধানও চলমান রয়েছে।
এদিকে, লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক সহকারী পদে ৪২ জনকে নিয়োগের ঘটনায় সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
এদিন, দুদকের আবেদনে পতিত সরকারের রেলমন্ত্রী মুজিবুল হকের সহযোগী সাবেক যুগ্ম সচিব এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছেন আদালত।
আইকে/টিএ