ফের ইন্টারনেট সেবা চালু

মোবাইলের ইন্টারনেট সেবা ফের চালু করেছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পরই চালু হয় মোবাইলে ইন্টারনেট সেবা।

রোববার সন্ধ্যায় বিটিআরসি থেকে ইন্টারনেট সেবা চালু করার বিষয়ে নির্দেশনা দেয়ার পরই তা চালু করা হয়েছে।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী রোববার রাত ১২টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকার কথা ছিলো। কিন্তু নির্দিষ্ট সময়ের ছয় ঘণ্টা আগেই সেবা চালুর বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দুপুর থেকে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ করে টু-জি সেবা চালু রাখার নির্দেশনা দিয়েছিল বিটিআরসি। কিন্তু শনিবার রাত ১১ টার পর থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত টু-জি সেবাও বন্ধের নির্দেশনা দেওয়া বিটিআরসির পক্ষ থেকে। ফলে ভোটের আগের দিন মধ্যরাত থেকে ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত মোবাইলে ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারেনি গ্রাহকেরা। এরপর আজ সন্ধ্যা ৬টায় আবার ইন্টারনেট সেবা চালু হলো।

এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১০ ঘণ্টা মোবাইলে ফোর-জি ও থ্রি-জি সেবা বন্ধ রেখেছিল বিটিআরসি। শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত কিছু সময় ফোর-জি ও থ্রি-জি সেবা পেয়েছিলেন গ্রাহকেরা।

প্রসঙ্গত, মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও ব্রডব্যান্ডে ইন্টারনেটে স্বাভাবিক সেবা পেয়েছেন গ্রাহকেরা।

আসন্ন সংসদ নির্বাচনের ভোটের আগে ‘অপপ্রচার’ ঠেকাতে ১৩ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশনকে (ইসি) ইন্টারনেটের গতি কমানোর প্রস্তাব দেয় পুলিশের গোয়েন্দা বিভাগ।

টাইমস/এইচইউ

Share this news on: