স্ত্রী ঊষা একদিন খ্রিষ্টান হবে— গত সপ্তাহে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন তিনি। ভান্স জানিয়েছেন, তার স্ত্রী খ্রিষ্টান হয়নি এবং ভবিষ্যতে ধর্ম পরিবর্তনও করবেন না।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (৩১ অক্টোবর) মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে সমালোচনার জবাব দিয়েছেন ভান্স।
তিনি বলেছেন, “প্রথমত, আমার স্ত্রীর ধর্ম নিয়ে প্রশ্নটা এসেছিল আমার বাম পাশে থাকা একজন মানুষের কাছ থেকে। তিনি অন্য ধর্মের নারীকে বিয়ে করার ব্যাপারে জানতে চেয়েছিলেন। আমি একজন পাবলিক ফিগার, তাই আমার বিষয়ে মানুষের আগ্রহ থাকবেই। তাই আমি প্রশ্নটা এড়িয়ে যাইনি।”
“দ্বিতীয়ত, আমার খ্রিষ্টান ধর্ম আমাকে শেখায় যে বাইবেলের বাণী সত্যি এবং মানুষের জন্য খুবই ভালো। আমার স্ত্রী আমার জীবনের সেরা উপহার। কয়েক বছর আগে তিনিই আমাকে আবার ধর্মকর্মে মন দিতে উৎসাহ দিয়েছিলেন। তিনি নিজে খ্রিষ্টান নন এবং তার ধর্ম পরিবর্তনের কোনো ইচ্ছাও নেই। কিন্তু যারা অন্য ধর্মাবলম্বীকে বিয়ে করেছেন বা সম্পর্কে আছেন, তাদের অনেকের মতোই আমারও আশা, একদিন হয়তো তিনি আমার ভাবনাগুলো বুঝতে পারবেন। যাই হোক, আমি তাকে সব সময় ভালোবেসে যাব, সমর্থন করব এবং বিশ্বাস, জীবন—সবকিছু নিয়ে তার সাথে কথা বলতে থাকব, কারণ তিনি আমার স্ত্রী।”
তৃতীয়ত, “এই ধরনের বক্তব্যগুলো খ্রিষ্টানদের প্রতি ঘৃণা দেখায়। হ্যাঁ, খ্রিষ্টানদের কিছু বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসের কারণে, আমরা চাই সেগুলো অন্যদের সাথে ভাগ করে নিতে। এটা খুবই সাধারণ একটা বিষয়, আর কেউ যদি আপনাকে এর উল্টোটা বোঝাতে চায়, তবে বুঝে নিতে হবে তার নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে।”
ভারতীয় বংশোদ্ভূত ঊষা ভান্স হিন্দু পরিবার ও সংস্কৃতিতে বড় হয়েছেন। তবে তিনি এখন কোনো ধর্মে বিশ্বাস করেন না বলে ভান্স নিজেই গত সপ্তাহে জানিয়েছিলেন।
সূত্র: এনডিটিভি
আরপি/টিকে