জ্যেষ্ঠ ওলামা পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওযান। বৃহস্পতিবার রিয়াদে নিজের কার্যালয়ে ওলামা পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
এ সময় আলেমরা শায়খ আল-ফাওযানকে অভিনন্দন জানান। একই সঙ্গে তাকে জ্যেষ্ঠ ওলামা পরিষদের চেয়ারম্যান ও ইসলামি গবেষণা ও ফতোয়া বিষয়ক সাধারণ সভাপতির দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা জানানো হয়। তারা ইসলামি জ্ঞান প্রচার ও সমাজে ধর্মীয় সচেতনতা বিস্তারে তার দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাতের সময় শায়খ আল-ফাওযান বলেন, আল্লাহ তায়ালা আমাদেরকে ইসলাম ধর্ম ও সৌদি আরবের মতো একটি বরকতময় ও নিরাপদ দেশ দান করেছেন। এই দেশ কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর আলোকে পরিচালিত হয়। দুই পবিত্র মসজিদের সেবার সম্মান পেয়ে সৌদি আরব গর্বিত, ইসলাম ও মুসলিম উম্মাহর সেবায় আমাদের শাসকরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান ও ক্রাউন প্রিন্সকে উত্তম প্রতিদান দান করেন এবং আমাদের দেশসহ সব মুসলিম দেশের নিরাপত্তা অটুট রাখেন।
গ্র্যান্ড মুফতি পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ওলামা পরিষদ বরাবরের মতোই বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির পক্ষ থেকে আসা ধর্মীয় ও আইনগত প্রশ্নসমূহ পর্যালোচনা ও জবাবদানে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ ওলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির মহাসচিব এবং গ্র্যান্ড মুফতির দপ্তরের প্রধান তত্ত্বাবধায়ক শেখ ড. ফাহদ আল-মাজিদ।
ইএ/টিকে