তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে আবারও সতর্ক করেছে চীন। মালয়েশিয়ায় আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের ফাঁকে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত থাকতে হবে। অন্যদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে সাফ জানিয়েছেন, ‘এক দেশ-দুই ব্যবস্থা’ প্রস্তাব কখনোই মেনে নেয়া হবে না।
তাইওয়ানকে অনেক আগে থেকেই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন। এ নিয়ে পাল্টাপাল্টি হুঁশিয়ারি আর সামরিক উত্তেজনা লেগেই থাকে উভয়পক্ষের মধ্যে। চীন বিরোধী প্রেসিডেন্ট লাই চিং তে দায়িত্ব পাওয়ার পর আরও মরিয়া হয়ে উঠেছে বেইজিং।
চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চীন-তাইওয়ানের মধ্যে আগুনে ঘি ঢালছে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে চীন।
শুক্রবার (৩১ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান প্রতিরক্ষা সম্মেলনের পর মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠকে কড়া বার্তা দেন চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুন। বৈঠকে তাইপে ইস্যুতে ওয়াশিংটনকে কথা ও কাজে সংযত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নে অঙ্গীকারবদ্ধ, তবে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করবে না বেইজিং।
অন্যদিকে হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রাখবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বজায় রাখবে। তিনি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরে চীনের কার্যক্রম নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।
এই কূটনৈতিক সফরে চীনা প্রভাব ঠেকিয়ে আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, থাইল্যান্ড ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গেও বৈঠক করছেন হেগসেথ।
এদিকে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং তে সাফ জানিয়েছেন এক চীন নীতি ও দ্বৈত ব্যবস্থায় রাজি না তাইপে। শুক্রবার দ্বীপটির হুকো সামরিক ঘাঁটিতে প্রথম এমওয়ানএটুটি আব্রামস ট্যাংক ব্যাটালিয়নের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হলে শক্তিই হবে প্রকৃত শান্তির ভিত্তি। লাই চিং তে আরও বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে তাইওয়ানের জনগণ, বাইরে থেকে চাপিয়ে দেয়া কোনো ব্যবস্থা নয়।
এমআর/টিকে