মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেঁয়াজের মালা গলায় বিধানসভায় এমএলএ

ভারতের বিহার রাজ্যের এমএলএ শিবচন্দ্র রাম রাজা পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যান। রাজ্যে পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন।

বুধবার তিনি পেঁয়াজের মালা গলায় ঝুলিয়ে বিধানসভায় যান। খবর এনডিটিভির।

রাজ্যের বিরোধী দল আরজেডির এই বিধায়ক বলেন, প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়ছে। মানুষ তাদের অতি প্রয়োজনীয় একটি দ্রব্য (পেঁয়াজ) কিনতে পারছে না। বঞ্চিত হচ্ছেন তারা। পেঁয়াজের দাম যেখানে ৩০ রুপির কম থাকে সেটা এখন ১০০ এর বেশি।

রাজ্য সরকারের দিকে তীর ছুঁড়ে তিনি বলেন, রাজ্য সরকার কথা দিয়েছিল ৩৫ রুপি বা তার কম দামে সবজি বিক্রি করা হবে। কিন্তু আমি এমন কোনো দোকান কোথাও দেখিনি যেখানে এই দামে বিক্রি করা হচ্ছে। মালা গাঁথা পেঁয়াজগুলো তিনি ১০০ রুপি কেজিতে কিনেছেন।

শিবচন্দ্র বলেন, মুখ্যমন্ত্রী যেন আমার এই দৃশ্য দেখে হলেও পেঁয়াজের দাম কমাতে কার্যকরী পদক্ষেপ নেন।

তিনি সরকারের কাছে গরিবদের ১০ রুপি করে জনপ্রতি এক কেজি পেঁয়াজ দেয়ার দাবি জানান।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on: