দেশে আওয়ামী লীগের লোকজন যেন দ্বিতীয় শ্রেণির নাগরিক : মাসুদ কামাল

জাতিকে বিভক্তি করা নিয়ে কথার একপর্যায়ে জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, দেশে আওয়ামী লীগের লোকজনকে যেন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি আওয়ামী লীগকে সমর্থন করতে, অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো। তুমি কোনো কথা বলতে পারবে না।

তোমার মতামতের কোনো মূল্য নাই। তুমি কেউ না দেশে। এই যে কাজটা আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামায়াতের সঙ্গে, ঠিক সেই একই কাজ, তার চেয়েও দ্রুতবেগে, তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করল অথবা এই সরকার নিজেরা করল না, অন্যরা করল, এ সরকার তাদের প্রশ্রয় দিল। এই সরকার করতে বলল, করার মতো অনুকূল পরিবেশ তৈরি করল। দেশটা আবার দুই ভাগ হয়ে গেল।

শনিবার (১ নভেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন তিনি।

আলোচনার শুরুতে মাসুদ কামাল বলেন, আমরা আতঙ্কিত বোধ করছি একটা কথা ভেবে যে কথাটা আমরা শুরু থেকে বলতাম এবং বিগত সরকারের আমলেও বলেছি বহুবার। সেটা হলো- আমরা কি জাতিটাকে বিভক্ত করতে চাই? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আমি বহুবার বলেছি। আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিটাকে বিভক্ত করছিল। বিএনপি মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দল, জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দল, এদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিলেন- এ ধরনের নানা কথা আমাদেরকে শুনতে হয়েছে। ফলটা কী হয়েছে? ফলটা হলো জাতিটাকে দু-ভাগ করে দেওয়ার একটা প্রচেষ্টা। যে দেশ আমরা চালাব, আমরাই থাকব, তোমরা থাকবেই না, তোমাদের দৌড়ের উপর রাখব।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আগস্টে আমরা কী ভেবেছিলাম? আমরা ভেবেছিলাম, এবার বুঝি জাতিটা ঐক্যবদ্ধ হবে এবং জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকে আনা হয়েছিল, যিনি আওয়ামী লীগ-বিএনপি কোনো দলই করেন না। তিনি হলেন ড. ইউনূস। দেশে তার একটা পজিটিভ ইমেজ ছিল। আমরা ভেবেছিলাম, উনি বিভিন্ন দলমত নির্বিশেষে সমস্ত লোকদেরকে এনে যোগ্য লোকদের একত্রিত করে একটা সরকার গঠন করবেন এবং সেই সরকার একটা নির্দিষ্ট সময় পরে দেশে একটা নির্বাচন দেবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে এবং এর মাঝে উনি কিছু কিছু কাজ করবেন, যে কাজগুলো, যে সমস্ত নিয়ম কানুন, যে সমস্ত রীতি থাকলে একটা মানুষের পক্ষে অথবা সরকার প্রধানের পক্ষে স্বৈরাচারী হয়ে ওঠা সহজ হয়, সে ধরনের সিস্টেমগুলো উনি চেঞ্জ করবেন। এই তো ছিল প্রত্যাশা। যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল- সেটা এখন আমাদের হতাশায় পরিণত হয়েছে। আমরা দেখছি, ঐক্যের নামে এখন আরেকটা অনৈক্য তৈরি করা হয়েছে। 

তিনি আরো বলেন, প্রথমত বিভক্ত করা হয়েছে। আওয়ামী লীগের লোকজনকে যেন দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়েছে। সেকেন্ড ক্লাস সিটিজেন। তুমি আওয়ামী লীগকে সমর্থন করতে, অতএব তুমি সেকেন্ড ক্লাস সিটিজেন থাকো। তুমি কোনো কথা বলতে পারবে না। তোমার মতামতের কোনো মূল্য নাই। তুমি কেউ না দেশে। এই যে কাজটা আওয়ামী লীগ করেছিল বিএনপি এবং জামায়াতের সঙ্গে, ঠিক সেই একই কাজ, তার চেয়েও দ্রুতবেগে, তার চেয়েও প্রবলভাবে এই সরকার করা শুরু করল অথবা এই সরকার নিজেরা করল না, অন্যরা করল, এ সরকার তাদের প্রশ্রয় দিল। এই সরকার করতে বলল, করার মতো অনুকূল পরিবেশ তৈরি করল। দেশটা আবার দুই ভাগ হয়ে গেল। এখন এক ভাগে যারা আছেন, তাদের মধ্যেও আবার এখন আরেকটা দ্বিধা-বিভক্তি তৈরি হলো। এই জুলাই সনদকে কেন্দ্র করে। এই গণভোটকে কেন্দ্র করে।

ইউটি

Share this news on:

সর্বশেষ

img
কানাডার প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন ট্রাম্পের কাছে Nov 02, 2025
img
শেষ মুহূর্তের গোলেও হার এড়াতে পারলো না ইন্টার মায়ামি Nov 02, 2025
img
হবিগঞ্জে কনসার্টে হট্টগোল-চেয়ার ভাঙচুর, আহত ৩০ Nov 02, 2025
img
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম Nov 02, 2025
img
তাহসানের সঙ্গে নাম জড়াতেই প্রেমিককে প্রকাশ্যে আনি: ফারিণ Nov 02, 2025
img
নির্বাচনের পর সহিংসতা ছড়িয়ে পড়েছে তানজানিয়ায় Nov 02, 2025
img
বাংলাদেশ ব্যাংকের প্রস্তাবনা: ৯ দফা সংস্কার Nov 02, 2025
img
দুর্নীতি রুখতে জমির লিজ প্রথা সংস্কার Nov 02, 2025
img
সুস্থ থাকতে সকালের সেরা নাশতা, পুষ্টিবিদদের পরামর্শ Nov 02, 2025
img
নভেম্বরে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে দুপুরে Nov 02, 2025
img
ইনু-হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ Nov 02, 2025
img
বগুড়ায় যুবদল নেতা হত্যার ৪ দিন পর মামলা, আসামি ২৫ Nov 02, 2025
img
বিচ্ছেদ নিয়ে নিজের মতামত প্রকাশ ঐশ্বরিয়ার Nov 02, 2025
img
একদিনে ৬৩ মিলিমিটার বৃষ্টি, ঢাকায় আজ থাকবে শুষ্ক আবহাওয়া Nov 02, 2025
img
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন উইলিয়ামসন Nov 02, 2025
img
নারায়ণগঞ্জে ঝটিকা মিছিল থেকে আটক ৫ ছাত্রলীগকর্মী Nov 02, 2025
img
ইতিহাসের এই দিনে আলোচিত সব ঘটনা Nov 02, 2025
img
ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: নুরুল ইসলাম বুলবুল Nov 02, 2025
img
তারেক রহমান আমাদের ঐক্যের প্রতীক : এম এ মালিক Nov 02, 2025
img
একই দিনে গোল করলেন রোনালদো ও তার ছেলে Nov 02, 2025