সরকার খুব নাজুক অবস্থায় আছে মন্তব্য করে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘রাষ্ট্রের যে সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, তাদের সঙ্গে সরকারের যে বোঝাপড়া, লেনদেন এটাতে যে ফাটল ধরেছে; এটা বলার মতো নয়।’
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় তিনি বলেন, ‘যারা সরকার ঘনিষ্ঠ লোকজন, তারা গত তিন মাসে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ড, তাদের যে কোঅপারেশন এবং সরকারের যে মনোভাব; এগুলো নিয়ে নিজেদের মধ্যে যে আলাপ আলোচনা করছে সেগুলো এখানে প্রকাশ্যে বলা সম্ভব নয়। যে কথার একমাত্র কনক্লুশন হলো সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে এখান থেকে চলে যেতে চাচ্ছে।’
‘তবে এর জন্য সরকারের সবচেয়ে নির্ভরযোগ্য যে হাতিয়ার বা শক্তি, সেটা হলো বিএনপি। এখন বিএনপির সঙ্গে সরকারের বা ড. ইউনূসের যে একটা দহরম মহরম সম্পর্ক পর্দার আড়ালে; এই সম্পর্কটি এনসিপি বা জামায়াতের কাছে প্রকাশ করতে চাচ্ছে না। এর কারণ হলো গত ১৪ মাসে সরকারের ভিতরে বাইরে দেশী এবং বিদেশী নানা চক্র মিলে কয়েকশত পাওয়ার ফ্যাক্টর কাজ করছে। এই পাওয়ার ফ্যাক্টরগুলো সরকারি স্পর্শকাতর জায়গাতে আছে। প্রশাসনে আছে, বিচার বিভাগে আছে, রাজপথে আছে।
এমনকি আততায়ী রূপে অর্থাৎ গুপ্ত হত্যাকারী রূপে ঘুরে বেড়াচ্ছে। এই গ্রুপটিকে যারা সরকারের কর্তা ব্যক্তি তারা কোনো অবস্থাতেই রাগান্বিত করতে চাচ্ছে না। এর ফলে গত ১৪ মাসে যা কিছু ঘটেছে, এতে যদি ক্ষমতা হস্তান্তরিত হয় এবং সেটা সংগত কারণে ক্ষমতা বিএনপির দিকে যদি যায়; তাহলে তার পরিণতি এখন যারা সরকারে রয়েছেন বেশিরভাগ লোকের জন্য ভালো হবে না।’
এসএস/টিকে