নিজ দেশেই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে উসকালেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো

এক মাসও হয়নি, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিতর্কিত গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। এরই মধ্যে নিজ দেশ ভেনেজয়েলায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে উসকালেন ট্রাম্প ও নেতানিয়াহুর ভক্ত বলে খ্যাত এ নেত্রী।

রোববার (২ নভেম্বর) আরটি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের ফলে, দেশটির শাসনব্যবস্থার পরিবর্তন আসতে পারে বলে মন্তব্য করেছেন সদ্য শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো। এছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপসারণে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের হামলাকে স্বাগত জানাবেন তিনি।

ওয়াশিংটন ইতোমধ্যে মাদুরোর বিরুদ্ধে মাদক ‘পাচারকারীদের’ সাথে সম্পর্ক থাকার অভিযোগ এনেছে। এ কারণে বছরের শুরুতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারিবীয় অঞ্চলে একটি নৌবাহিনী মোতায়েন করেন এবং সেপ্টেম্বর থেকে মার্কিন বাহিনী ভেনেজুয়েলার উপকূলে মাদক চোরাচালানের অভিযোগে তাদের জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে।

তবে, বিশ্লেষকরা বলছেন যে মার্কিন এ অভিযানটি মাদকবিরোধী অভিযানের বাইরেও প্রসারিত হতে পারে।

সংবাদমাধ্যম ব্লুমবার্গের ‘দ্য মিশাল হুসেন শো’-তে মাচাদোকে সম্প্রতি প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক পদক্ষেপকে তিনি সমর্থন করেন কি না। জবাবে ভেনেজুয়েলার এ নোবেলজয়ী নারী বলেন, আমি বিশ্বাস করি, যে উত্তেজনা চলছে তা মাদুরোকে বুঝতে বাধ্য করার একমাত্র উপায় যে এখন চলে যাওয়ার সময় এসেছে।

মাচাদো দাবি করেন, গত বছরের নির্বাচনে মাদুরো ‘অবৈধভাবে’ ক্ষমতা দখল করেছিলেন। তিনি এও বলেন, প্রচলিত পদ্ধতিতে শাসনব্যবস্থার পরিবর্তন হবে না। কারণ, মাদুরো ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন বরং তিনি একটি মাদক সন্ত্রাসবাদী কাঠামোর প্রধান।

অন্যদিকে, মাচাদোর বিরুদ্ধে সরকারবিরোধী গোষ্ঠীগুলোতে মার্কিন তহবিল সরবরাহের অভিযোগ এনেছেন মাদুরো। একইসঙ্গ তিনি মাচাদোকে ভেনেজুয়েলার বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের জন্য একটি ফ্রন্ট বলে অভিহিত করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে চীন, রাশিয়া এবং ইরানের সাহায্যও চেয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, বিগত কয়েক দশক ধরেই মার্কিন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে মাচাদোর। ২০০৫ সালে তাকে ওভাল অফিসে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কট্টর বিরোধী এই রাজনীতিবিদ ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও একজন প্রকাশ্য সমর্থক।

এছাড়া, সরকার পতনের জন্য নিজ দেশ ভেনেজুয়েলায় হামলা চালাতে এবারই প্রথম উসকানি দেননি মাচাদো। ২০১৮ সালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে একটি চিঠি লিখেছিলেন তিনি। ওই চিঠিতে নিকোলাস মাদুরোর সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলায় সরাসরি সামরিক হামলা চালানোর জন্য ইসরায়েলকে আহ্বান জানান গণতন্ত্রপন্থি এ নেত্রী।

এমনকি গত ১০ অক্টোবর, যেদিন মাচাদোকে শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়, ওইদিনই নিজের নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের নাগরিক ও প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করেন তিনি।

এমকে/এসএন

Share this news on:

সর্বশেষ

img
হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত Dec 19, 2025
img
হাদির খুনিদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে : টুকু Dec 19, 2025
img
সকালে ফোন দেখেন না কারিনা! প্রথম চুমুক দেন কোন পানীয়তে? Dec 19, 2025
img
ভারতীয় পণ্য বয়কটের ডাক ছাত্র-জনতার Dec 19, 2025
img
‘আমিও একটা মানুষ’, বাবার মৃত্যুশোকে কাহিল ঈশা! Dec 19, 2025
img
ওসমান হাদির মৃত্যুতে ফ্রান্স দূতাবাসের বিবৃতি Dec 19, 2025
img
ভালো-মন্দের বোধ রাখা জরুরি, নাম হলেই সব ভুলে যায় মানুষ: রঞ্জিত মল্লিক Dec 19, 2025
img
নির্বাচনে জিতলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত : ডা. শফিকুর রহমান Dec 19, 2025
img
চলছে ‘রাক্ষস’-এর শুট, বাংলাদেশে টলিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়! Dec 19, 2025
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল শ্রীলঙ্কা Dec 19, 2025
img
আবারও ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান Dec 19, 2025
img
ওসমান হাদির হত্যাকাণ্ড গোটা জাতির অনুভূতিকে নাড়া দিয়েছে : সালাহউদ্দিন Dec 19, 2025
img
আরিয়ানের সিরিজ়ে গালিগালাজ নিয়ে সরাসরি আপত্তি জানালেন মনোজ পাহওয়া Dec 19, 2025
img
৫১৫ রানের অবিশ্বাস্য ম্যাচে ইতিহাস গড়ে জিতল ব্রিসবেন Dec 19, 2025
img
ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন ছাড়াল ৫ লাখ ১৪ হাজার Dec 19, 2025
img
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় প্রাণহানি ২ Dec 19, 2025
img

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত Dec 19, 2025
img
গণমাধ্যম ও ভিন্নমতের ওপর ধ্বংসাত্মক আক্রমণে টিআইবির উদ্বেগ Dec 19, 2025
img
ওসমান হাদি হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনতে হবে: ইশরাক হোসেন Dec 19, 2025
img
জরুরি বৈঠকে তারেক রহমান Dec 19, 2025