কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার রাত পৌনে তিনটার দিকে উপজেলার তুলাতলি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ওসি মো. আবুল ফয়সাল।
দেলোয়ার উপজেলার ফতেহাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে।
পুলিশের দাবি, দেলোয়ার সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে চান্দিনা থানায় অস্ত্র ও ডাকাতির অভিযোগে সাত মামলা রয়েছে।
ওসি মো. আবুল ফয়সাল জানান, শনিবার রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে একদল ডাকাত তুলাতলি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযানে গেলে ডাকাত দল পুলিশকে লক্ষ করে গুলি করে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় চার পুলিশ আহত হয়েছেন। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুইটি গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।
টাইমস/এইচইউ