রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, জুলাই সনদ নিয়ে এখনো নানা রকমের কথাবার্তা আছে। এর বাস্তবায়ন প্রক্রিয়া কী হবে? গণভোট আগে হবে না পরে হবে? রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান প্রায় নিয়মিতই পরিবর্তন করছে। এনসিপি এখন বলছে যে, গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের দিনও হতে পারে যেমনটা বিএনপি বলছে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, এনসিপির শাপলা প্রতীকের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত নিয়েছে যে, শাপলা কলি প্রতীক তারা প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একটি দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে? এতে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেটা ক্ষুন্ন হয়। যদিও এনসিপি এখনো তাতেও সন্তুষ্ট নয়। তাদের শাপলা প্রতীকই চাই।
জিল্লুর বলেন, আমরা যে নির্বাচন চাই একটা অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ— সেই নির্বাচন এখনকার বাস্তবতায় হচ্ছে না।
হচ্ছে না বলেই এটা নিয়ে প্রশ্ন থাকবে। কিন্তু সেইরকম একটা নির্বাচন করতে পারলেও জনগণের যে ক্ষমতায়ন এবং জনগণের যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সেটা জনগণকে পুরোপুরি দেওয়া যেত।
জিল্লুর আরো বলেন, জনগণ যাকে যাকে প্রত্যাখ্যান করার ঠিকই করবে। কারণ নির্বাচনটা যদি অবাদ সুষ্ট হয় এতে ভয় পাওয়ার আশঙ্কাগুলো অনেকখানি দূর হয়ে যাবে। বাংলাদেশের জনগণ এতটা অবিবেচক নয়। তারা যখন সুযোগ পেয়েছে সঠিক রায় দিয়েছে। তারা যখন সুযোগ পেয়েছে রাস্তায় ঠিকই নেমেছে।
এমআর/টিকে