অভিনেত্রী পল্লবী শর্মা নিজের জীবনের গভীর আকাঙ্ক্ষার কথা প্রকাশ করলেন এক সাম্প্রতিক ফেসবুক পোস্টে। সেখানে তিনি লিখেছেন, জীবনে তিনি শান্তি চান, চান এমন একজন মানুষকে, যার মধ্যে নিজের বাবার মতো ভালোবাসা, স্নেহ আর নির্ভরতার ছায়া খুঁজে পাবেন।
পল্লবীর এই সংক্ষিপ্ত অথচ গভীর পোস্টটি নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, অভিনেত্রীর এই প্রকাশ তার মনের একান্ত দিক উন্মোচন করেছে। কেউ কেউ বলছেন, এই কথার মধ্যে এক ধরনের শূন্যতার আভাস রয়েছে, আবার কেউ তা দেখছেন এক গভীর আবেগী আত্মস্বীকারোক্তি হিসেবে।
পল্লবী শর্মা ছোটপর্দার নিয়মিত মুখ। মিষ্টি অভিনয় আর প্রাণবন্ত উপস্থিতির জন্য তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন দ্রুতই। কিন্তু ব্যক্তিজীবনের প্রসঙ্গে তিনি সচরাচর খোলামেলা নন। তাই এই পোস্টটিকে অনেকেই তাঁর জীবনের এক ব্যক্তিগত মুহূর্তের প্রতিফলন বলে মনে করছেন।
আরপি/টিকে