মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দর প্রেমের গুঞ্জন, সর্তক করলেন সুনীতা
মোজো ডেস্ক 05:13PM, Nov 03, 2025
বলিউড অভিনেতা গোবিন্দর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন নতুন নয়। একটা সময় স্ত্রী সুনীতা আহুজার সম্পর্কের অবনতি এবং বিবাহ বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়েছিল। সম্প্রতি এ দম্পতি জানিয়েছেন, তারা একসঙ্গেই আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তবে গোবিন্দর প্রেমচর্চা নিয়ে মুখ খুললেন সুনীতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দর ব্যক্তিগত জীবন ও তাদের দাম্পত্য নিয়ে খোলামেলা আলোচনা করেন সুনীতা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনীতা বলেন, ‘আমি অনেকবার সংবাদমাধ্যমকে বলেছি যে আমি শুনেছি তার (গোবিন্দর) প্রেমের কথা। কিন্তু যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি অথবা হাতেনাতে ধরছি, ততক্ষণ আমি কিছুই বলতে পারব না।’
সুনীতার কথায়, ‘আমি একজন মারাঠি অভিনেত্রীর কথাও শুনেছি। কিন্তু আমার এখনও এসব করার বয়স হয়নি। গোবিন্দর উচিত তার মেয়ে এবং ছেলের ক্যারিয়ার নিয়ে ভাবা।’
তিনি আরও বলেন, ‘তবে আমি অনেক গুঞ্জন শুনেছি। তাকে বলা আছে আমার সঙ্গে কথা না বলে যেন কোনও সিদ্ধান্তে না পৌঁছায়। আমি সবসময়ই সত্যি কথাই বলব। আমি মিথ্যে কথা বলি না।’
সুনীতার ভাষ্যে, ‘সাহসের সঙ্গে কথা বলব। কিছু লুকাবো না। আমি গোবিন্দর ভক্তদেরও জিজ্ঞাসা করব যে গোবিন্দ এটা করেছেন কি না। আমি শুধু চাই সময় শেষ হওয়ার আগেই যেন তার জ্ঞান ফিরে আসে।’