নেপালে পর্বত আরোহণের সময় দুই ইতালীয় পর্বতারোহী নিখোঁজ হয়েছেন। সোমবার ( ৩ নভেম্বর) পর্যটন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ঘূর্ণিঝড় মোন্থা এই অঞ্চলের আবহাওয়ার বিঘ্ন ঘটানোর ফলে এ ঘটনা ঘটে।
পর্বতারোহী স্তেফানো ফারোনাতো ও আলেসান্দ্রো কাপুতো তিন সদস্যের একটি দলের অংশ হিসেবে পশ্চিম নেপালের ২২ হাজার ৫৯৫ ফুট উঁচু পানবারি পর্বত আরোহণের চেষ্টা করছিলেন।
নেপাল পর্যটন বিভাগের হিমাল গৌতম বলেন, নিখোঁজ পর্বতারোহীদের জন্য অনুসন্ধান চলছে।
গৌতম বলেন, ‘ভারি তুষারপাতের কারণে দুজন ক্যাম্প ওয়ানে আটকে পড়েন এবং শনিবার থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।’
তিনি আরো জানান, বেস ক্যাম্পে থাকা দলের নেতা নিরাপদ ছিলেন এবং রবিবার হেলিকপ্টারের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে।
গত সপ্তাহে ঘূর্ণিঝড় মোন্থা নেপালজুড়ে ভারি বৃষ্টিপাত এবং তুষারপাত ঘটিয়েছিল, যার ফলে জনপ্রিয় হিমালয় ট্রেকিং রুটগুলোতে পর্বতারোহী ও পর্যটকরা আটকা পড়েন।
ট্রেকিং এজেন্সিস অ্যাসোসিয়েশন অব নেপালের সভাপতি সাগর পান্ডে বলেন, ভারি তুষারপাত মঙ্গলবার শুরু হওয়ার পর থেকে এক হাজারেরও বেশি পর্বতারোহী ও পর্যটককে উদ্ধার করতে হয়েছে।
পান্ডে বলেন, ‘এটি চ্যালেঞ্জিং ছিল কারণ দৃশ্যমানতা কম থাকায় হেলিকপ্টার চালানো কঠিন ছিল। তবে এখন আবহাওয়ার উন্নতি হয়েছে।’
পশ্চিম নেপালের মুস্তাং জেলায় নেপাল সেনাবাহিনীর উদ্ধারকারীরা শুক্রবার তিন ব্রিটিশ এবং ১৫ জন স্থানীয় পর্বতারোহীর কাছে পৌঁছনোর জন্য তিন দিন ধরে ট্রেকিং ও বরফ খুঁড়েছিলেন।
মাউন্ট এভারেস্টসহ বিশ্বের দশটি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটির আবাসস্থল নেপালে প্রতি বছর শত শত পর্বতারোহী ও ট্রেকার আসে।
হিমালয় পর্বতমালার শরৎকালীন অভিযানগুলো কম জনপ্রিয়, কারণ ব্যস্ত বসন্তের তুলনায় তখন দিন ছোট, ঠাণ্ডা, ভূমি বরফে ঢাকা থাকে এবং চূড়ায় পৌঁছনোর সুযোগ কম থাকে।
টিএম/টিএ