৫৮২ কোটি টাকা মূল্যের সরকারি সার আত্মসাতের মামলায় নরসিংদী-২ আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক।
সংস্থাটির পরিচালক রফিকুজ্জামান রুমি এই মামলার তদন্ত করেন।
কামরুল আশরাফ খান পোটন ছাড়া মামলার অন্য আসামিরা হলেন-মেসার্স পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক শাহাদত হোসেন, উত্তরবঙ্গ প্রতিনিধি সোহরাব হোসেন ও খুলনা প্রতিনিধি আতাউর রহমান।
২০২১-২২ সালে বিসিআইসি মধ্যপ্রাচ্য থেকে ইউরিয়া আমদানি করে ১৩টি পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে গুদামে পাঠানো হয়। এর মধ্যে সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটনের প্রতিষ্ঠান পোটন ট্রেডার্স ৭টি চুক্তি পায়।
এই চুক্তি অনুযায়ী তাদের ২ লাখ ১৫ হাজার ৩৭৭ টন সার গুদামে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তারা সরবরাহ করে ১ লাখ ৪৩ হাজার ৫৭৬ টন সার। বাকি ৭১ হাজার ৮০১ টন সার সরবরাহ না করে আত্মসাৎ করে, যার বাজারমূল্য প্রায় ৫৮২ কোটি টাকা।
 কেএন/টিকে