বাহুবলীর ঐতিহাসিক উত্তরাধিকার এবার পা রাখছে অ্যানিমেশন জগতে। মুক্তি পেয়েছে বাহুবলি – দ্য ইটারনাল ওয়ার পার্ট ১–এর মনোমুগ্ধকর টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের মুগ্ধ করেছে।
পরিচালনা করেছেন ইশান শুক্লা, আর উপস্থাপনায় আছেন স্বয়ং এস এস রাজামৌলি। এখানে অমরেন্দ্র বাহুবলীর গল্পকে নতুনভাবে দেখা যাচ্ছে—মানবজগতের সীমা ছাড়িয়ে তিনি এবার প্রবেশ করছেন পাতাল লোকের অতিপ্রাকৃত যুদ্ধভূমিতে। বিশ্বাসঘাতকতার পর এবার তিনি জড়িয়ে পড়েছেন বিষাসুর ও ইন্দ্রের মধ্যে চলা এক মহাজাগতিক যুদ্ধে, যেখানে বেঁচে থাকার পাশাপাশি খুঁজে নিতে হবে পরিত্রাণও।
এই চলচ্চিত্রে ভারতীয় পুরাণ ও আধুনিক ফ্যান্টাসির অনন্য সংমিশ্রণ ঘটেছে। কাহিনির ভাবনা সৌম্যা শর্মার, আর চিত্রনাট্য লিখেছেন স্কট মসিয়ার—যিনি হলিউডের ক্লার্কস–এর জন্য পরিচিত। আন্তর্জাতিক মানের নির্মাণে তৈরি এই ছবি প্রযোজনা করেছে আর্কা মিডিয়াওয়ার্কস।
দ্য ইটারনাল ওয়ার কেবল একটি অ্যানিমেটেড সিনেমা নয়, বরং এমন এক দুই পর্বের কাহিনি, যা ভারতীয় পুরাণভিত্তিক কল্পকাহিনিকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। রাজামৌলির এই উদ্যোগে দর্শকরা পাচ্ছেন বাহুবলীর মহাকাব্যের এক সম্পূর্ণ নতুন রূপ—অলৌকিক, চিত্তাকর্ষক এবং গভীর।
এসএন