ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো প্রকাশ করেছেন যে তাঁর দুই মেয়ের অনুপ্রেরণাতেই তিনি জর্জিনা রড্রিগেজকে খুব একটা রোমান্টিক নয় এমন এক অপ্রত্যাশিত মুহূর্তে প্রস্তাব দিয়েছিলেন। একইসঙ্গে তিনি ফের একবার জানালেন, বিশ্বকাপ জেতার পরই ট্রফি নিয়ে বাগদত্তাকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।
প্রায় নয় বছর ধরে একসঙ্গে থাকার পর গত আগস্টে এই তারকা জুটি তাঁদের বাগদানের ঘোষণা দিয়েছিলেন। জর্জিনা তাঁর জমকালো বাগদানের আংটির ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছিলেন, "হ্যাঁ আমি রাজি। এই জীবনে এবং আমার সব জীবনে।
রোনালদো, যিনি নিজেকে রোমান্টিক মানুষ নন বলে স্বীকার করেন, তিনি ব্রিটিশ সম্প্রচারক পিয়ার্স মরগানকে দেওয়া তাঁদের নতুন সাক্ষাৎকারের প্রথম পর্বে প্রস্তাবের সেই রাতের ঘটনাটি প্রকাশ করেন। তিনি জানান, সময়টা রাত ১টা। আমার মেয়েরা বিছানায় ঘুমোচ্ছিল। আমার এক বন্ধু জর্জিনাকে দেওয়ার জন্য আংটিটি আমাকে দিয়েছিল। আমি যখন তাকে আংটিটি দিচ্ছিলাম, তখন আমার দুই মেয়ে এসে বলে 'বাবা, তুমি মাকে আংটি দিচ্ছ আর ওকে বিয়ে করতে বলছ।'
আমি বললাম, বাহ্, হ্যাঁ বলার এটাই সঠিক মুহূর্ত। আমি জানতাম একদিন করব, কিন্তু তখন করার পরিকল্পনা ছিল না। আমার মেয়েরা ও আমার বন্ধুরা ভিডিও করছিল, সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। আমি হাঁটু গেড়ে বসিনি, কারণ আমি প্রস্তুত ছিলাম না, তবে এটি ছিল একটি সুন্দর মুহূর্ত। আমি বক্তব্য রেখেছিলাম।
বিয়ের তারিখ কবে হবে, এই প্রশ্ন করা হলে রোনালদো রসিকতা করে বলেন, এখনো না। আমরা বিশ্বকাপ জেতার পর ট্রফি নিয়ে বিয়ে করার পরিকল্পনা করেছি! তবে জর্জিনা বড় পার্টি পছন্দ করে না। সে ব্যক্তিগত বিষয়গুলোই পছন্দ করে। তাই আমি তার এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকব।
রোনালদো আরও যোগ করেন, তিনি আংটির দাম নিয়ে চিন্তিত ছিলেন না। জর্জিনা তাঁকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি সৎভাবে প্রস্তাব দিচ্ছেন কি না। তিনি উত্তর দেন, আমি তোমাকে চাই এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। রোনালদো জানান, তিনি কাঁদেননি, তবে তাঁর চোখে জল ছিল।
তথ্যসূত্র ডেইলি মেইল
ইএ/এসএন