রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পাই।
আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।’
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণও এখনো জানা যায়নি।
পিএ/এসএন