সংগীতশিল্পী অনুপম রায়- নিজের গান, সুর ও ভাবনায় বাঙালির হৃদয়ে বিশেষ জায়গা দখল করেছেন। তাঁর গান যেমন জীবনের সুরে মিশে যায়, তেমনি মানুষ হিসেবেও তিনি বারবার প্রমাণ দিয়েছেন, জনপ্রিয়তা নয়, মূল কথা হচ্ছে মানবিকতা ও ভারসাম্য।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপম লিখেছেন, ‘সাফল্য যেন আমাকে নমনীয় করে, মাটির কাছাকাছি থাকতে সাহায্য করে। আবার ব্যর্থতা যেন আমাকে অন্ধকারে না ঠেলে দেয়। সেটা দেখার চেষ্টা করি।’ এই কয়েকটি লাইনে যেন তাঁর জীবনদর্শনের সারমর্ম উঠে এসেছে।
বিনোদন জগতে যেখানে সাফল্য অনেক সময় মানুষকে অহংকারের দেয়ালে বন্দি করে, সেখানে অনুপম রায়ের এই সরল ভাবনা আলাদা করে চিনিয়ে দেয় তাঁকে। তাঁর কথায় ফুটে ওঠে আত্মসমালোচনার বোধ, জীবনের প্রতি নম্র দৃষ্টিভঙ্গি এবং নিজের কাজের প্রতি শ্রদ্ধা।
একজন শিল্পী হিসেবে অনুপম বারবার বলেছেন, গানের সুরই তাঁর নেশা, তবে মানুষের প্রতি অনুভবই তাঁর মূল প্রেরণা। তাই সাফল্য কিংবা ব্যর্থতা- দুটোকেই তিনি গ্রহণ করেন শেখার সুযোগ হিসেবে।
শ্রোতারা বলেন, অনুপমের গান যেমন মন ছুঁয়ে যায়, তেমনি তাঁর চিন্তাধারা শেখায় কীভাবে আলো-অন্ধকারের মাঝেও ভারসাম্য ধরে রাখতে হয়।
কেএন/এসএন