বলিউডের বহুল প্রতীক্ষিত পৌরাণিক মহাকাব্যিক চলচ্চিত্র ‘মহাভতার’-এর জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল। ঋষি পরশুরামের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন অমর কৌশল। আধুনিক ভারতীয় সিনেমায় পৌরাণিক ঘরানায় এটি হতে যাচ্ছে অন্যতম বড় প্রকল্প, যেখানে আধ্যাত্মিকতা ও শিল্পকলার মিলন ঘটবে এক মহাযজ্ঞে।
চলচ্চিত্রটির পবিত্র বিষয়বস্তুর প্রতি শ্রদ্ধা জানাতে ভিকি কৌশল ও পরিচালক অমর কৌশল দুজনেই সিদ্ধান্ত নিয়েছেন মদ্যপান ও আমিষ খাবার সম্পূর্ণভাবে ত্যাগ করবেন। তাঁরা এখন ‘সাত্ত্বিক’ জীবনধারায় অভ্যস্ত হচ্ছেন, যা আত্মসংযম ও পবিত্রতার প্রতীক। মধ্য ২০২৬ সালে এক মহাপূজার মধ্য দিয়ে শুরু হবে ছবিটির আনুষ্ঠানিক প্রস্তুতি, যা এই প্রকল্পের আধ্যাত্মিক দিককে আরও গভীরভাবে প্রতিফলিত করবে।
অমর কৌশল ইতিমধ্যেই সাত্ত্বিক জীবনযাপন শুরু করেছেন। ভিকি কৌশল ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবির কাজ শেষ করেই এই নতুন জীবনধারায় প্রবেশ করবেন। জানা গেছে, সেই ছবির শুটিং বিলম্বের কারণে ঈদ ২০২৬-এ মুক্তি পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
‘মহাভতার’-এর শুটিং শুরু হবে ২০২৬ সালের শেষ দিকে এবং ২০২৮ সালে মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলচ্চিত্রটি কেবল পৌরাণিক গল্প নয়, বরং ভক্তি, তপস্যা ও সৃজনশীলতার এক মেলবন্ধন হয়ে উঠছে বলেই মনে করছেন বলিউড বিশেষজ্ঞরা।
অন্যদিকে, ভিকি কৌশলের সহ-অভিনেতা রণবীর কাপুরও তাঁর পৌরাণিক চরিত্রের জন্য ‘রামায়ণ’ ছবিতে একই পথে হেঁটেছেন। তিনিও ধ্যান ও সাত্ত্বিক আহারের মাধ্যমে নিজের চরিত্রে প্রবেশ করছেন গভীর মনোযোগে।
সব মিলিয়ে ‘মহাভতার’ বলিউডে এক আধ্যাত্মিক সিনেমাটিক বিপ্লবের সূচনা করতে চলেছে—যেখানে পরশুরামের তেজ, আত্মসংযম ও ন্যায়ের আদর্শ পুনর্জীবিত হবে আধুনিক পর্দায়।