বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন শুধু পর্দায় নয়, ব্যক্তিজীবনেও অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম। নিজের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তিনি বহু তরুণের কাছে উদাহরণ হয়ে উঠেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘পৃথিবী তোমাকে উন্নতির পথে এগিয়ে যেতে সাহায্য করে। যদি তুমি এগিয়ে যাওয়া থামিয়ে দাও, তাহলে তুমি বয়স্ক হয়ে গেছো।’
হৃতিকের এই কয়েকটি কথায় যেন জীবনের গভীর দর্শন লুকিয়ে আছে। তার মতে, বয়স কেবল সংখ্যায় মাপে না, বরং মাপা যায় মন ও মনোভাবের উচ্ছ্বাসে। যতক্ষণ শেখার ও লড়াই করার ইচ্ছা থাকে, ততক্ষণ মানুষ তরুণ।
অভিনেতার জীবনের পথচলাও এই কথারই প্রমাণ। কঠিন শারীরিক সমস্যা ও ব্যক্তিগত বিপর্যয়ের পরেও তিনি বারবার ফিরেছেন নতুন উদ্যমে। হয়তো সেই কারণেই হৃতিক রোশন আজও দর্শকের কাছে শুধু নায়ক নয়, জীবনের এক প্রেরণার প্রতীক।
হৃতিকের এই মন্তব্য আজকের ব্যস্ত ও প্রতিযোগিতামুখর জীবনে আত্মবিশ্বাসের বার্তা ছড়িয়ে দিচ্ছে। যেখানে হতাশা মানুষকে থামিয়ে দেয়, সেখানে হৃতিক শেখাচ্ছেন চলতে থাকা মানেই বেঁচে থাকা।
কেএন/এসএন