আগে থেকেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। তাই সিরিজ হার এড়াতে হলে জয়ের বিকল্প ছিল না অস্ট্রেলিয়ার সামনে। তবে বৃষ্টি বাধায় সেই চেষ্টাটুকুও করতে পারল না অজিরা। শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ছিল আজ শনিবার ব্রিসবেনে। ম্যাচের সময়ে বৃষ্টি হতে পারে তা আগেই জানা গিয়েছিল। তাই শঙ্কা ছিল এই ম্যাচের ফলাফল আসা নিয়ে। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। ম্যাচ মাঠে গড়ালেও খেলা হয়েছে মাত্র ৪ ওভার ৫ বল।
টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল ভারত। দুই ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মা রীতিমতো ঝড় তোলেন। ১৬ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন গিল। আর ১৩ বলে অপরাজিত ২৩ রান করেছেন অভিষেক। অবশ্য এই ইনিংস খেলার পথে দুইবার জীবন পেয়েছেন তিনি।
৪ ওভার ৫ বল শেষে ভারতের রান যখন ৫২, তখনই হানা দেয় বৃষ্টি। এরপর লম্বা সময় অপেক্ষা করলেও আর খেলা শুরু করা সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সিরিজের প্রথম ম্যাচও বৃষ্টিতে পণ্ড হয়েছিল। দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। তবে, দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পরের দুটি ম্যাচ জিতে সিরিজে লিড নেয় ভারত। আর তাতেই সিরিজ জিতল তারা।
এমআর/টিকে