বর্তমান প্রজন্মের দাম্পত্য জীবন নিয়ে নিজের চিন্তা প্রকাশ করলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। তিনি বলেন, আজকাল ২০ থেকে ৩০ বছরের মানুষের দাম্পত্য খুব দ্রুত ভেঙে যাচ্ছে। তাঁর মতে, এ বিষয়ে মূল বিষয় হলো ব্যক্তিগত সিদ্ধান্ত। একজন মানুষ নিজের জীবন ও সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নিজেই নেবে, সেটাই প্রকৃত কাম্য। তবে সমাজ অনেক সময় সেই ব্যক্তিগত সিদ্ধান্তের পথে বাধা হয়ে দাঁড়ায়।
অপরাজিতা আরও বলেছেন, “একটা মানুষ নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেবে, সেটাই কাম্য। কিন্তু সমাজ বাধা হয়ে দাঁড়ায়।” এই মন্তব্যে তিনি আধুনিক সম্পর্কের ভঙ্গুরতা এবং সমাজের প্রভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। তার বক্তব্যে স্পষ্ট হয়ে ওঠে যে, ব্যক্তিগত স্বাধীনতা ও সমাজের চাপের মধ্যে ভারসাম্য রাখা কতটা জরুরি।
অভিনেত্রীর এই বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলেছে। অনুরাগীরা তার যুক্তি ও স্পষ্ট মনোভাবকে সমর্থন জানাচ্ছেন। অনেকেই উল্লেখ করেছেন, আধুনিক যুগে সম্পর্ক শুধু ভালোবাসার ওপর নয়, বরং স্বচ্ছতা, দায়িত্ব ও ব্যক্তিগত সিদ্ধান্তের ওপরও নির্ভর করে।
আরপি/টিকে