বিশ্বখ্যাত পপ-রক ব্যান্ড মারুন ৫ আগামী বছর লন্ডনের বিখ্যাত বিটিএসটি (ব্রিটিশ সামার টাইম) হাইড পার্ক উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চে উঠতে যাচ্ছে। ২০২৬ সালের ৩ জুলাই অনুষ্ঠিতব্য এই কনসার্টে ব্যান্ডটির সঙ্গে থাকছে জনপ্রিয় ব্যান্ড ওয়ান রিপাবলিক।
অ্যাডাম লেভিনের নেতৃত্বে গড়া এই ব্যান্ড প্রথমবারের মতো হাইড পার্কে পারফর্ম করতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক উচ্ছ্বসিত পোস্টে মারুন ৫ জানায়, “লন্ডন, আমরা ফিরে আসছি! জুলাই ৩, ২০২৬ - বিটিএসটি হাইড পার্কে দেখা হবে।”
এ পর্যন্ত ঘোষিত তারকাদের মধ্যে মারুন ৫ চতুর্থ প্রধান পারফর্মার। এর আগে ঘোষিত হয়েছে কান্ট্রি তারকা গার্থ ব্রুকস (২৭ জুন), পপ আইকন পিটবুল (১০ জুলাই) ও স্কটিশ গায়ক লুইস ক্যাপালডির (১১ ও ১২ জুলাই) নাম।
লুইস ক্যাপালডির শোতে ব্যাপক চাহিদার কারণে বাড়তি একদিনের কনসার্ট যুক্ত করা হয়েছে। একই আয়োজক সংস্থা আগামী বছর প্রথমবারের মতো লিডসে ‘রাউন্ডহে ফেস্টিভ্যাল’-এরও আয়োজন করছে, যেখানে ক্যাপালডি ও পিটবুল দুজনেই অংশ নেবেন।
মারুন ৫ বর্তমানে যুক্তরাষ্ট্রে তাদের চলমান ‘লাভ ইজ লাইক’ ট্যুরে ব্যস্ত, যা তাদের অষ্টম স্টুডিও অ্যালবামকে ঘিরে আয়োজিত। লন্ডন শোর টিকিট বিক্রি শুরু হবে আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে।
টিকে/