দুর্নীতি প্রতিরোধ, সেবার মানোন্নয়ন এবং সরকারি দপ্তরে সেবাগ্রহীতাদের হয়রানি রোধে পঞ্চগড়ে ১৮৯তম গণশুনানি আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
রোববার (৯ নভেম্বর) পঞ্চগড়ের সরকারি অডিটোরিয়ামে এ গণশুনানি আয়োজন করা হয়েছে।
ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
দুদক জানায়, গণশুনানিতে পঞ্চগড় জেলার বিভিন্ন সরকারি দপ্তরে সেবা পেতে হয়রানির শিকার কিংবা সেবা বঞ্চিত নাগরিকরা সরাসরি কমিশনের সামনে তাদের অভিযোগ উপস্থাপন করতে পারবেন। অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি দপ্তরে জবাবদিহিতা, সততা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনসেবার মান উন্নয়নের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধই এ গণশুনানির মূল উদ্দেশ্য। গণশুনানিকে ঘিরে পঞ্চগড় জেলায় ইতোমধ্যে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হয়েছে। স্থানীয়ভাবে সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন ও অভিযোগ সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া গণমাধ্যমেও গণশুনানি বিষয়ে সচেতনতা কার্যক্রম চলেছে।
গণশুনানিতে অংশগ্রহণের জন্য পঞ্চগড় জেলার সাধারণ নাগরিক ও সব মাধ্যমের সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে দুদক।
এমকে/টিকে