টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের জীবনের দর্শন নিয়ে কথা বলেছেন এক সাম্প্রতিক অনুষ্ঠানে। তিনি বলেন, “তুমি সৎ হলে, তোমার সব কাজ সততার সাথে হবে এবং মানুষের মনে দাগ কাটতে পারবে।” শুভশ্রীর মতে, সাফল্যের আসল রহস্য হলো নিজের কাজে আন্তরিক থাকা এবং সততার সঙ্গে পথ চলা।
অভিনেত্রী আরও বলেন, তিনি সব সময় চেয়েছেন তাঁর কাজের মাধ্যমে মানুষের মনে স্থায়ী ছাপ ফেলতে।
“সত্যিকার শিল্পী সেই, যে নিজের কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে পারে,” মন্তব্য শুভশ্রীর।
শুভশ্রী জানান, বর্তমান সময়ে অনেকেই দ্রুত খ্যাতি পেতে চান, কিন্তু তিনি মনে করেন স্থায়ী সাফল্যের জন্য প্রয়োজন নিষ্ঠা, অধ্যবসায় এবং সততা। “সময় হয়তো একটু বেশি লাগবে, কিন্তু যদি তুমি সৎ থাকো, তোমার কাজ একদিন কথা বলবেই,” বলেন অভিনেত্রী।
ইউটি/টিএ