রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান বলেছেন, ‘দেশের রাজনীতিতে এক ধরনের অচলাবস্থা সৃষ্টি হয়েছে এবং এই পরিস্থিতি ড. ইউনূসের জন্য কঠিন হয়ে উঠেছে।’ তিনি বলেন, ‘ড. ইউনূস বর্তমানে রাজনৈতিক গর্তে পড়েছেন এবং এটি তার নিজের ভুলের ফল। তবে, প্রথম কাজ হবে সেই গর্ত আরো গভীর না করে, আস্তে আস্তে উদ্ধার হওয়ার চেষ্টা করা। কিন্তু বর্তমান সরকার পরিস্থিতি আরো জটিল করছে, যা গর্ত খোঁড়ার মতোই।’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘ড. ইউনূসের ঐকমত্য কমিশনের চেয়ারম্যান পদে থাকা উচিত ছিল না। কারণ এতে তার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে এবং এ কারণে তিনি এখন এক ধরনের রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন।’
তিনি আরো বলেন, ‘এখন ড. ইউনূসের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসে, বিশেষ করে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনা করে একটি সমাধান খুঁজে বের করা।
সরকারের উচিত হবে, কোনো একপক্ষীয় সিদ্ধান্ত না নিয়ে, সবার সঙ্গে আলোচনা করে একটি সমঝোতায় পৌঁছানো। যদি সরকার দ্রুত কোনো সিদ্ধান্ত নেয়, যা রাজনৈতিক দলগুলো সমর্থন করে না, তাহলে তা নির্বাচন বা দেশের গণতান্ত্রিক ট্রানজিশনকে বিপদে ফেলবে।’
কেএন/টিকে