ভবিষ্যতে কোনো প্রকার বিবাদে না জড়ানোর ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন রাজধানীর ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এজন্য এ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে একটি ব্যতিক্রমী মৌখিক ‘শান্তি চুক্তি’ সম্পন্ন হয়েছে।
রোববার (৯ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজের শহীদ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এই সম্প্রীতির আয়োজন অনুষ্ঠিত হয়। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক এবং দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে এই শান্তি চুক্তি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্তে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের অডিটরিয়ামে প্রবেশ করলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় তাদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে বরণ করে নেয়া হয়। সৌহার্দ্যের এই পরিবেশে শিক্ষার্থীরা ‘ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ভাই ভাই, মোদের মধ্যে বিভেদ নাই’ এবং ‘আমরা আমরা ভাই ভাই’ ইত্যাদি ভ্রাতৃত্বপূর্ণ স্লোগানে পুরো অডিটরিয়াম মুখর করে তোলেন।
এই ‘শান্তি চুক্তি’ অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস, উপাধ্যক্ষ প্রফেসর পারভীন সুলতানা হায়দার এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর মোবাচ্ছের হোসেন।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক উপস্থিত থেকে এই উদ্যোগে সমর্থন জানান। তিনি বলেন, আমাদের পক্ষ থেকে তিন কলেজের শিক্ষার্থীদের শান্তি চুক্তিতে আহ্বান জানানো হয়েছিল। আইডিয়াল কলেজ এলেও সিটি কলেজ অনুষ্ঠানে আসেনি।
টিএম/টিকে