মেহেরপুরের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন লুৎফুন নাহার।
রোববার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, লুৎফুন নাহার এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি এখন মেহেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
অন্যদিকে সদ্য বদলিকৃত মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালামকে নড়াইল জেলার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
পিএ/টিএ