তারকা ত্রয়ী থালাপাথি বিজয়ের বিদায়ী সিনেমা হিসেবে পরিচিত ‘জানা নায়াগান’-এর আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার পুজা হেগ। সিনেমার প্রথম সিঙ্গেল ‘থালাপাথি কাচেরি’ মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা পুজার দৃঢ় উপস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছেন। অণিরুধ রাভিচন্দর রচিত উজ্জ্বল সুরের সঙ্গে মিশে গেছে পুজার অভিনয় ও নাচের ধারাবাহিক সৌন্দর্য।
পুজার নৃত্যকৌশল এবং চমকপ্রদ অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। বিজয়ের কিংবদন্তি আভিজাত্যের পাশাপাশি পুজার তীক্ষ্ণ, স্টাইলিশ উপস্থাপনাও দৃশ্যের প্রাণ। ‘বিস্ট’ ছবির পর পুনরায় তামিল সিনেমায় ফিরে আসা পুজা কেবল ছবির পর্দা ভরাচ্ছেন না, বরং পুরো দৃশ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। তাঁর সাহসী পোশাক, ঐতিহ্য এবং ট্রেন্ডের মিশ্রণ, এবং দৃঢ় আত্মবিশ্বাস দর্শককে মন্ত্রমুগ্ধ করেছে।
প্রথমে সমর্থক অভিনেত্রী হিসেবে যিনি পরিচিত ছিলেন, এবার পুজা হেগ নিজেকে পুরোপুরি প্রধান পারফর্মার হিসেবে প্রমাণ করেছেন। তার শক্তিশালী উপস্থিতি, আভিজাত্য এবং স্টার পাওয়ার দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। ‘জানা নায়াগান’ ২০২৬ সালের পংগাল উৎসবে মুক্তি পেতে যাচ্ছে। বিজয়ের বিদায়ী মুহূর্তের পাশাপাশি, পুজা হেজের নৃত্য ও উপস্থিতিই হয়তো সিনেমার সবচেয়ে আলোচিত অংশ হবে।