কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েমে। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
সাদিক কায়েম তার পোস্টে বলেন, গণহত্যাকারী সন্ত্রাসীরা ঢাকাসহ দেশব্যাপী নাশকতার ষড়যন্ত্র করছে। এই সন্ত্রাসীদের মূলোৎপাটনে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।
তিনি বলেন, ইতিহাস সাক্ষী, ইনসাফ কায়েমে রাষ্ট্র যেখানে ব্যর্থ, রাজপথই সেখানে ফয়সালা; প্রতিরোধই সেখানে একমাত্র পথ। আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে দল-মত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
ডাকসুর ভিপি আরো বলেন, ‘অলি-গলি, শহর-বন্দর যেখানেই নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের পাওয়া যাবে, সেখানেই গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের পুলিশে দিন। ফ্যাসিবাদ এবং জুলাইয়ে ছাত্র-শ্রমিক, নারী-পুরুষ ও শিশু হত্যাকারীদের শিকড় উপড়ে ফেলার পূর্ব পর্যন্ত আমাদের লড়াই চলবে।
আইকে/টিএ