নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের দুইটি দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সহযোগীতায় প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলওয়ে স্টেশন সংলগ্ন ব্যাটারি, তেল এবং গ্যাস সিলিন্ডারের ২টি দোকানে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে আগুন নেভানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। এরপরেও কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এটি করেছে কি না, সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এমআর/টিএ