এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস করলেন ডেমোক্র্যাট সদস্যরা

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস করলেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। বুধবার (১২ নভেম্বর) প্রকাশিত এপস্টেইনের ২০১১ সালের একটি ইমেইল বলছে, ট্রাম্প এপস্টেইনের যৌন নির্যাতন ও ভুক্তভোগী নারীদের বিষয়ে জানতেন। এমনকি এপস্টেইনের বাড়িতে একজন নারীর সঙ্গে ‘ঘণ্টার পর ঘণ্টা সময়’ কাটিয়েছেন ট্রাম্প।

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।

নতুন এই অভিযোগ এপস্টেইন সম্পর্কিত ফাইল প্রকাশের দাবি আরও জোরদার করতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে বারবার এপস্টেইন ফাইল প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

কিন্তু ক্ষমতায় বসার পর মার্কিনিদের গণদাবির মুখেও তা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন তিন। হোয়াইট হাউস এরই মধ্যে বিরোধী ডেমোক্র্যাটদের ফাঁস করা ইমেইলকে ‘ভুয়া প্রচারণা’ ও ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে অভিহিত করে অভিযোগ নাকচ করে দিয়েছে।
 
জেফরি এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বেকায়দায় রয়েছেন ট্রাম্প। এর মধ্যে বুধবার মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা এপস্টেইন ফাইলের সঙ্গে জড়িত নতুন কিছু ইমেইল প্রকাশ করেন। সেখানে এপস্টেইন, তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েল এবং লেখক মাইকেল উলফের মধ্যে আদান-প্রদান করা বার্তায় ট্রাম্পের সম্পৃক্ততা সামনে এসেছে।
 
ইমেইল প্রকাশের পর হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা দাবি করেন, এটি ‘ডনাল্ড ট্রাম্প ও এপস্টেইনের ভয়ংকর অপরাধের প্রমাণ’। কিছুদিন আগে মামলাটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেছিল ট্রাম্প প্রশাসন। তাদের দাবি, এই মামলার বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করার নেই। কিন্তু এর ঠিক চার মাস পর এই নতুন তথ্য সামনে আসায় মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে।
 
তবে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, এই ইমেইলগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো ভুল প্রমাণ করে না। তিনি এটিকে ডেমোক্র্যাটদের একটি ভুয়া প্রচারণা বলে আখ্যা দিয়েছেন। লেভিট বলেন, এটি ট্রাম্পকে রাজনৈতিকভাবে আঘাত করার চেষ্টা।
 
ট্রাম্প দাবি করে আসছেন, এপস্টেইনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। ৯০-এর দশক থেকে ২০০০ সালের শুরুর দিকে তাদের মধ্যে যোগাযোগ ছিল। তবে ২০০৪ সালের দিকে তাদের সম্পর্কের অবনতি ঘটে। বুধবার হোয়াইট হাউসের পাশাপাশি ট্রাম্পও নতুন ইমেইল ফাঁস নিয়ে মন্তব্য করেছেন। তিনি ইমেইলগুলোকে ‘প্রতারণা’ বলে অভিহিত করেছেন এর মূল কথা উল্লেখ না করেই।
 
এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ডেমোক্র্যাটরা আবার জেফরি এপস্টেইন প্রতারণার বিষয়টি উত্থাপন করার চেষ্টা করছে। কারণ তারা শাটডাউন এবং আরও অনেক বিষয়ে যে খারাপ কাজ করেছে তা এড়িয়ে যাওয়ার জন্য এখন যেকোনো কিছু করবে।’
 
মার্কিন প্রেসিডেন্ট তার রিপাবলিকান দলের সদস্যদের ইমেলগুলোতে মনোযোগ দেয়ার ব্যাপারে সতর্ক করেছেন। বলেছেন, ‘এপস্টেইন বা অন্য কোনো বিষয়ে কোনো মনোযোগ দেয়া উচিত নয়। রিপাবলিকানদের কেবল আমাদের সরকার সচল করার এবং ডেমোক্র্যাটদের সৃষ্ট বিশাল ক্ষতি পুষিয়ে নেয়ার দিকে মনোনিবেশ করা উচিত।’ 

আরপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
উত্তরা-এয়ারপোর্ট সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ ইনকিলাব মঞ্চের Dec 28, 2025
img
ফেসবুকে পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করলেন মাহফুজ আলম Dec 28, 2025
img
বিপিএলে এসে ‘দাম্পত্য ইনিংসের’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম Dec 28, 2025
img
জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট Dec 28, 2025
img
'কাউকে ছোট করে দেখি না'- নোয়াখালীকে সমীহ করেই মাঠে নামবে রাজশাহী Dec 28, 2025
img
অসুস্থ হয়ে হাসপাতালে আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাও! Dec 28, 2025
img
জামায়াত নেতৃত্বাধীন জোটে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন নাহিদ ইসলাম Dec 28, 2025
img
বৃহত্তর ঐক্যের স্বার্থে ৮ দলের সঙ্গে নির্বাচন করব: নাহিদ ইসলাম Dec 28, 2025
img
ঘন কুয়াশার প্রভাবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত যোগাযোগ ব্যাহতের শঙ্কা Dec 28, 2025
img
নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এভাবে প্রতারণা না করলেও পারতেন: আব্দুল কাদের Dec 28, 2025
img
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Dec 28, 2025
img
কবে শুটিং শুরু ‘খাদান ২’-এর? ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন গুঞ্জন! Dec 28, 2025
img
তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে মুখ খুললেন ধ্রুব রাঠি! Dec 28, 2025
img
মানবিক হলেই অনেক কিছু বদলে যেতে পারে: পিয়া জান্নাতুল Dec 28, 2025
img
জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত Dec 28, 2025
img
বন্ধুর মেয়ের জন্মদিনে উরুগুয়েতে মেসি Dec 28, 2025
img
বিভাগীয় শহরে রাত ৮টায় অবরোধ সমাপ্তের ঘোষণা ইনকিলাব মঞ্চের Dec 28, 2025
img
নিষিদ্ধ দলকে অর্থায়নের অভিযোগে ইতালিতে গ্রেপ্তার ৯ Dec 28, 2025
img
বিপিএলে পারফর্ম করে পাকিস্তানে পরিচিতি পেয়েছি: খাজা নাফে Dec 28, 2025
img

রুমিন ফারহানা

সবাই যেহেতু হাঁস চাচ্ছে, তাই আমারও আপত্তি নেই Dec 28, 2025