পাকিস্তানের ২ বিচারপতির পদত্যাগ

পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি মনসুর আলী শাহ এবং বিচারপতি আথার মিনল্লাহ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ২৭তম সাংবিধানিক সংশোধনী পাস হওয়ার পর একযোগে তারা তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতি আসিফ আলি জারদারির কাছে জমা দেন। এই পদত্যাগ পাকিস্তানের বিচার বিভাগের ইতিহাসে এক অভূতপূর্ব মুহূর্ত তৈরি করেছে।

বুধবার জাতীয় পরিষদে এবং বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটে দুই-তৃতীয়াংশ ভোটে পাস হয় বহুল আলোচিত ২৭তম সাংবিধানিক সংশোধনী বিল। আইনমন্ত্রী আজম নাজির তারার সংশোধিত বিলটি উপস্থাপন করেন, যা ৯৬ সদস্যবিশিষ্ট উচ্চকক্ষে ৬৪ ভোটে অনুমোদিত হয়। এই বিলের মাধ্যমে পাকিস্তানে সুপ্রিম কোর্টের উপরে একটি নতুন ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের বিধান করা হয়েছে, যা বিচার বিভাগের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনে।

১৩ পৃষ্ঠার পদত্যাগপত্রে বিচারপতি মনসুর আলী শাহ লিখেছেন, ‘২৭তম সংশোধনী পাকিস্তানের সংবিধানের ওপর ভয়াবহ আঘাত। এটি সুপ্রিম কোর্টকে ভেঙে দিয়েছে, বিচার বিভাগকে নির্বাহী শাখার নিয়ন্ত্রণে এনে দিয়েছে এবং আমাদের সাংবিধানিক গণতন্ত্রের হৃদয়ে আঘাত করেছে।’

তিনি আরও বলেন, ‘জাতির সর্বোচ্চ আদালতের ঐক্য ভেঙে দিয়ে এটি বিচার বিভাগের স্বাধীনতা ও অখণ্ডতাকে ক্ষতিগ্রস্ত করেছে, পাকিস্তানকে কয়েক দশক পিছিয়ে দিয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, সাংবিধানিক শৃঙ্খলার এই ধরনের বিকৃতি টেকসই নয় এবং সময়ের সাথে সাথে এটি বিপরীত হবে।’

বিচারপতি শাহ উল্লেখ করেন, সংশোধনীর ফলে সুপ্রিম কোর্ট এখন “সংবিধানিক কর্তৃত্বহীন” হয়ে পড়েছে এবং এমন আদালতে দায়িত্ব পালন করা একটি সাংবিধানিক অন্যায়ের প্রতি নীরব সম্মতির সমান। তিনি বলেন, ‘আমি এমন আদালতে থাকতে পারি না যা তার সংবিধানিক ভূমিকা হারিয়েছে; পদত্যাগই এখন আমার শপথ রক্ষার একমাত্র সৎ পথ।’ বিচারপতি শাহ আরও অভিযোগ করেন, সংশোধনীটি কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই পাস করা হয়েছে, যার লক্ষ্য হলো বিচার বিভাগকে নির্বাহী প্রভাবাধীন করা। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘বর্তমান প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার পরিবর্তে নিজের অবস্থান রক্ষাকে প্রাধান্য দিয়েছেন।’

তার ভাষায়, ‘সরকার ও বিচার বিভাগের নেতৃত্ব উভয়েই তাদের নৈতিক ও সাংবিধানিক বৈধতা হারিয়েছে, তবুও তারা বিচার কাঠামো পরিবর্তনের সাহস দেখাচ্ছে।’ তিনি আরও লিখেছেন, ‘২৭তম সংশোধনী পাকিস্তানের প্রতিষ্ঠিত বিচার কাঠামোকে ভেঙে দিয়েছে এবং সুপ্রিম কোর্টকে কেবল একটি আপিল ট্রাইব্যুনালে পরিণত করেছে, যা আর রাষ্ট্রীয় স্বেচ্ছাচার রোধ বা মৌলিক অধিকার রক্ষা করতে সক্ষম নয়।’

বিচারপতি আথার মিনল্লাহও তার পদত্যাগপত্রে সংবিধানকে “অস্তিত্বহীন” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এই সংশোধনী শুধু আদালতের ক্ষমতা খর্ব করেনি, বরং পাকিস্তানের সংবিধানকেই কার্যত বিলুপ্ত করেছে।’

দুই বিচারকের এই পদত্যাগ পাকিস্তানে বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক ভারসাম্য ও নির্বাহী প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এটি দেশটির বিচারব্যবস্থার জন্য এক ঐতিহাসিক সংকট মুহূর্ত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: জিও নিউজ

এবি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
৩৩ বছরের রেকর্ড ভাঙ্গলেন শান মাসুদ Dec 29, 2025
img
বিপাকে পড়েছেন তাসনিম জারা! Dec 29, 2025
img
মনোনয়নপত্র দাখিলের সময় ২ দিন বাড়তে পারে Dec 29, 2025
img
অভিনয়কে বিদায় জানিয়ে ভক্তদের আবেগী বার্তা দিলেন থালাপতি বিজয় Dec 29, 2025
হাদির ঘটনায় বিচারের জন্য যে সময় বেঁধে দিলো মঞ্চ-২৪ Dec 29, 2025
img
ভূমিকম্পে জিয়া স্মৃতি জাদুঘরে ফাটল, পরিদর্শনে মেয়র Dec 29, 2025
img
১২ ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা Dec 29, 2025
img
সংবেদনশীল হওয়া দুর্বলতা নয়: গুরু দত্ত Dec 29, 2025
img
হলিউডে এ বছরের আলোচিত সব ডিভোর্স Dec 29, 2025
img
জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক আর নেই Dec 29, 2025
img

ঢাকা-২ আসন

মনোনয়নপত্র জমা দিলেন আমান উল্লাহ আমান Dec 29, 2025
img
রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি বিরোধী মানববন্ধনে হামলা Dec 29, 2025
img
খাদ্যে বিষক্রিয়ায় হাসপাতালে নির্মাতা Dec 29, 2025
img
রাজেশ খান্নার জন্মদিন আজ Dec 29, 2025
img
কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজার মনোনয়নপত্র দাখিল Dec 29, 2025
img
অ্যাওয়ার্ড নাইটে স্টাইল আইকন মেহজাবীন Dec 29, 2025
img
বগুড়ায় মান্নার আসনে বিএনপির মনোনয়ন পেলেন শাহে আলম Dec 29, 2025
img
জনগণের ভালোবাসায় নির্বাচিত হলে উন্নয়নই হবে মূল লক্ষ্য: মির্জা ফখরুল Dec 29, 2025
সাহাবিদের একটি অনন্য ঘটনা | ইসলামিক জ্ঞান Dec 29, 2025
img
একাকিত্বের মুহূর্তগুলোকে উপেক্ষা করবেন না: অমিতাভ বচ্চন Dec 29, 2025