মাগুরায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আম গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এতে দুই কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সদর উপজেলার চাদপুর গ্রামে দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শালিখার নরপতি গ্রামের স্কুলশিক্ষক প্রভাত মণ্ডলের ছেলে শান্ত প্রতীম মণ্ডল (১৮) ও একই উপজেলার বুনাগাতি গ্রামের কামরুজ্জামান নান্টু লস্কারের ছেলে সাইফুল ইসলাম তামিম (১৮)। তারা দুজনই শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে সাইফুল ইসলাম তামিম তার সহপাঠী শান্ত প্রতীম মণ্ডলকে নিয়ে মোটরসাইকেলে মাগুরা সদরের বেরইল বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চাঁদপুর উপস্বাস্থ্যকেন্দ্রের সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি আমগাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তামিমের মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শান্ত প্রতীম মণ্ডলও মৃত্যুবরণ করেন।
মাগুরার শত্রুজিতপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরপি/এসএন