চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল–ভোলাহাট–গোমস্তাপুর) আসনে বিএনপির প্রার্থী আমিনুল ইসলামকে পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী ও রুয়েট ছাত্রদলের সাবেক নেতা ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদের কর্মী ও সমর্থকরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে গোমস্তাপুর উপজেলা পরিষদের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় গোমস্তাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোয়াজ্জেম হোসেন বলেন, ২০১৮ সালের রাতের ভোটকে বৈধতা দিয়ে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদে যান আমিনুল ইসলাম। চার বছর এমপি থাকাকালে তিনি বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন না। হামলা-মামলায় ক্ষতিগ্রস্ত কর্মীদেরও কোনো সহযোগিতা করেননি। অথচ আবারও তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এতে দলের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন। তাই অবিলম্বে তার মনোনয়ন বাতিলের দাবি জানাচ্ছি।
এ ছাড়া দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।