‘তারে জমিন পার’-এর শুটিং সেটে ঘটে যাওয়া এক মুহূর্ত আজও অভিনেত্রী গিরিজা ওকের মনে গেঁথে আছে। সেই দিন একটি রোপণ দৃশ্যের শুট চলছিল। হঠাৎ হাতের কোদালসদৃশ ধারালো যন্ত্রে গভীর কেটে যায় আমির খানের হাত। রক্ত ঝরছে টপাটপ, তবুও যেন কিছুই হয়নি— ঠিক সেই ভাবেই ক্যামেরার অ্যাঙ্গেল দেখছেন, পরের শট সাজাচ্ছেন, দলকে নির্দেশ দিচ্ছেন।
গিরিজার ভাষায়, আমির তখন যেন চারপাশের সবকিছুর প্রতি আরও বেশি সচেতন— এক ধরনের অদ্ভুত স্থিরতায় কাজ চালিয়ে যাচ্ছেন। দ্রুত ব্যান্ডেজ শেষ হতেই আবার শুটিংয়ে ফিরতে জেদ ধরেন তিনি। পুরো ইউনিট অবাক হয়ে দেখেছিল, কী অবিশ্বাস্য মনোযোগ আর দায়বদ্ধতায় কাজ করেন এই মানুষটি।
২০০৭ সালের সেই ছবি পরবর্তীতে সাংস্কৃতিক মাইলফলক হয়ে ওঠে। আর এমন গল্পগুলো আরও একবার মনে করিয়ে দেয়, কেন দর্শকরা আজও তাঁকে ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলে ডাকতে ভালবাসে।
আইকে/টিএ