আগামী মাসে হবে আইপিএলের ১৯তম মৌসুমের খেলোয়াড় নিলাম। তার আগে গতকাল দলগুলোর 'রিটেইনড' (ধরে রাখা) ও 'রিলিজড' (ছেড়ে দেওয়া) ক্রিকেটারদের তালিকা জমা দেওয়ার সময় বেঁধে দেওয়ার শেষ দিন ছিল। ছেড়ে দেওয়ার তালিকায় সবচেয়ে বড় চমক হিসবে এসেছে কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নাম।
আইপিএলে ২০১৪ সাল থেকে কলকাতার হয়ে খেলছেন রাসেল। ২০২৫ সালের মেগা নিলামের আগে ১২ কোটি টাকায় রুপিতে এই তাঁরকা ক্রিকেটারকে ধরে রেখেছিল ফ্র্যাঞ্চাইজিটি।
২০১৯ আইপিএলে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন রাসেল। কলকাতার হয়ে ২০১৪ ও ২০২৪ মৌসুমের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। গত মৌসুমে ১০ ইনিংসে ১৬৭ রান করেছেন ১৬৩.৭২ স্ট্রাইক রেটে। বোলিংয়ে ৯ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।
রাসেল ছাড়াও গত নিলামে দলটির সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ারকে ছেড়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়ন দলটি। কলকাতার ছেড়ে দেওয়ার তালিকায় বিদেশিদের মধ্যে আরো আছেন কুইন্টন ডি কক, আনরিখ নরকিয়া, রহমানউল্লাহ গুরবাজ, মঈন আলি ও স্পেনসার জনসন।
অন্যদিকে চেন্নাই সুপার কিংস রবিন্দ্র জাদেজা ও স্যাম কারানকে ট্রেডে ছেড়ে দেওয়ার পর আজ মাথীশা পাথিরানা, ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রাকে ছেড়ে দিয়েছে।
আইপিএলের সব দলের রিলিজকৃত (ছেড়ে দেওয়া) খেলোয়াড়দের তালিকাঃ
কলকাতা নাইট রাইডার্স
আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, মঈন আলি, কুইন্টন ডি কক, রহমানুল্লাহ গুরবাজ, আন্দ্রে নর্টিয়ে, স্পেন্সার জনসন, মায়াঙ্ক মারকার্ডে (মুম্বাইতে ট্রেড), চেতন সাকারিয়া, লুভনিথ সিসোদিয়া
চেন্নাই সুপার কিংস
রবীন্দ্র জাদেজা (রাজস্থানে ট্রেড), স্যাম কারান (রাজস্থানে ট্রেড), মাথিশা পাথিরানা, ডেভন কনওয়ে, রাচিন রাভিন্দ্রা, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, বংশ বেদি, অ্যান্ড্রে সিদ্ধার্থ, শেখ রশীদ, কমলেশ নাগারকোটি
রাজস্থান রয়্যালস
কুনাল সিংহ রাঠোর, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ থিকশানা, ফজলহক ফারুকি, আকাশ মাধওয়াল, অশোক শর্মা, কুমার কার্তিকেয়া, সঞ্জু স্যামসন (চেন্নাইতে ট্রেড), নীতিশ রানা (দিল্লিতে ট্রেড)
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
লিয়াম লিভিংস্টোন, স্বস্তিক চিকারা, টিম সাইফার্ট, মনোজ ভান্ডাগে, লুঙ্গি এনগিডি, ব্লেসিং মুজারাবানি, মোহিত রাঠে, মায়াঙ্ক আগরওয়াল
মুম্বাই ইন্ডিয়ান্স
সত্যনারায়ণ রাজু, বিকনেশ পুথুর, রিস টপলি, বেভন জ্যাকবস, মুজীব উর রহমান, লিজাড উইলিয়ামস, করণ শর্মা, কে.এল. শ্রিজিথ, অর্জুন তেন্ডুলকার (লখনউতে ট্রেড)
লখনউ সুপার জায়ান্টস
আর্যন জুয়েল, ডেভিড মিলার, যুবরাজ চৌধুরি, রাজবর্ধন হাঙ্গারগেকার, আকাশ দীপ, রবি বিশ্নোই, শার্দুল ঠাকুর (মুম্বাইতে ট্রেড)
দিল্লি ক্যাপিটালস
ফাফ ডু প্লেসিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, সেদিকুল্লাহ আতাল, মান্বন্থ কুমার, মোহিত শর্মা, দর্শন নালকান্ডে, ডোনোভান ফ্যারেইরা (রাজস্থানে ট্রেড)
গুজরাট টাইটান্স
দাসুন শনাকা, মহিপাল লোমর, করিম জানাত, জেরাল্ড কোটজি, কুলওয়ন্ত খেজরোলিয়া, শারফেন রাদারফোর্ড (মুম্বাইতে ট্রেড)
সানরাইজার্স হায়দরাবাদ
অভিনব মনোহর, অথর্ব তাইদে, সাচিন বেবি, উইয়ান মাল্ডার, সিমর্জিত সিং, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি (লখনউতে ট্রেড)
পাঞ্জাব কিংস
জশ ইনগ্লিস, অ্যারন হার্ডি, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সেন, প্রবীণ দুবে
এসএস/টিকে