কোলকাতার ছোটপর্দা ও বড়পর্দার দুইই জায়গায় সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া দীর্ঘ সময় পর আবার পর্দায় ফিরছেন। সম্প্রতি ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন, এমনকি উৎসবের নানা আয়োজনও সামলেছেন। সবকিছু সামলে ফের অভিনয়ে ফিরছেন তিনি।
শোনা যাচ্ছে, রাজ চক্রবর্তীর নতুন ওয়েব সিরিজ ‘আবার প্রলয় ২’-এ দেখা যাবে জুনকে। শাশ্বত চট্টোপাধ্যায়ের বিপরীতে অনিমেষ দত্তের চরিত্রে অভিনয় করবেন তিনি। শুটিং খুব শিগগিরই শুরু হবে। জুনের শুটিং আগামী ২৩ নভেম্বর থেকে রমরমিয়ে শুরু হবে। সিরিজের শুটিং কলকাতা, নৈহাটি, ব্যারাকপুর ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন স্থানে চলছে। পরিচালক রাজ চক্রবর্তী সোশাল মিডিয়ায় শুটিংয়ের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
এর আগে ধারাবাহিক ‘গাঁটছড়া’-য় গৌরব চট্টোপাধ্যায়ের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন জুন। নতুন ধারাবাহিকে ফেরার পরিকল্পনা রয়েছে আগামী জুন মাস থেকে। কোন চরিত্রে এবং কোন ধারাবাহিকে তাঁকে দেখা যাবে, সেই সবকিছু এখনও দর্শকের জন্য অপেক্ষার বিষয়।
আরপি/টিকে