চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকার যুবলীগ নেতা মোহাম্মদ হানিফকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় হওয়া দুটি মামলায় তার নাম রয়েছে। হানিফের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১০টি মামলার আসামি বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হলেও জোবরা গ্রামসহ পুরো ফতেপুর ইউনিয়নে মাফিয়া হয়ে আধিপত্য বজায় রাখছিলেন যুবলীগ নেতা হানিফ।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, রবিবার বিকেল ৫টার দিকে হানিফকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইউটি/টিএ