রাজধানীর মিরপুরের অলক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার আজ (১৬ নভেম্বর) মৃত্যুবরণ করেছেন। তিনি ১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে শাহবাগে অনুষ্ঠিত কলম বিসর্জন কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের তীব্র শব্দে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন।
এর প্রতিবাদে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও অন্যান্য শিক্ষক সংগঠন আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) দেশজুড়ে কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ এবং এক মিনিট নীরবতা পালন করার আহ্বান জানিয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খাইরুন নাহার লিপি ও মো. আবুল কাসেম ফাতেমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লিপি বলেন, ফাতেমা আপা শহীদ মিনারে আন্দোলনে ছিলেন এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। আজ সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দাবি বাস্তবায়ন পরিষদ মঞ্চ থেকে এই মৃত্যুর বিচার চাই।
জানা গেছে, ফাতেমা আক্তার চাঁদপুর জেলার উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তার বাবা সুরুজ মোল্লা এবং স্বামী ডি. এম. সোলেমান। তিনি মতলব উত্তরের ঠাকুরচরের বাসিন্দা এবং রাজধানীর ইডেন মহিলা কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছিলেন।
অন্যদিকে, প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ আজ এক শোকবার্তায় জানিয়েছে, আগামীকাল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে দোয়া ও মোনাজাত করবেন। একই সঙ্গে সমাবেশের সময় এক মিনিট নীরবতা পালন করার কর্মসূচীও দেওয়া হয়েছে।
এসএন